ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গলে চুক্তিবৃদ্ধি সউলের
রে স্পোর্টজ নিউজ ডেস্ক – ইন্ডিয়ান সুপার লিগে আসার পর থেকে শুধুমাত্র হতাশায় সঙ্গী ছিল ইস্টবেঙ্গল সমর্থকদের। প্রথম বেশ কয়েক বছর, শুধুমাত্র নামেই দেশের সেরা লিগ খেলতো লাল-হলুদ ব্রিগেড। তবে গতবছর সেই ট্রেন্ড কিছুটা হলেও বদলেছে। নতুন হেড কোচ কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে মোট তিনটি সর্বভারতীয় প্রতিযোগিতায় অংশ নিয়ে একটিতে রানার্স আপ এবং কলিঙ্গ সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। শুধু তাই নয় টানা আটটি ডার্বি হারের জ্বালা কাটিয়ে অবশেষে জয় পেয়েছিল লাল-হলুদ ব্রিগেড। তাই আসন্ন মরশুমে আরও ভালো ফল করার জন্য দারুন একটি দল গড়তে মরিয়া ইস্টবেঙ্গল।
আর সেই কারণেই গত মরশুমে নজর কাড়া বিদেশি মিডফিল্ডার সউল ক্রেসপোর সঙ্গে দুই বছরের চুক্তিবৃদ্ধি করল লাল-হলুদ ব্রিগেড। শেষ ডার্বিতে ইস্টবেঙ্গল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে হারলেও, চোট কাটিয়ে ফিরে অনবদ্য ফুটবল উপহার দিয়েছিলেন ক্রেসপো। তখন থেকেই সমর্থকরা দাবি তুলছিলেন তাঁর সাথে যেন চুক্তি বৃদ্ধির রাস্তায় হাঁটে লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। আইএসএল চলাকালীনই রে স্পোর্টজ জানিয়েছিল, সউলের সঙ্গে দুই বছরের চুক্তিবৃদ্ধি করেছে ইস্টবেঙ্গল। মঙ্গলবার ইমামি ইস্টবেঙ্গলের তরফ থেকে সেই খবরই শীলমোহর পড়ল।
ইতিমধ্যেই গত মরশুমের তিন বিদেশি ফুটবলার ফুটবলার হিজাজি মাহের, সউল ক্রেসপো, ক্লেইটন সিলভার সঙ্গে চুক্তিবৃদ্ধি করে ফেলেছে ইস্টবেঙ্গল। এছাড়া নতুন দুই বিদেশি মাহাদি তালাল এবং দিমিত্রিয়স দিয়ামানতাকোস ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছেন। ইস্টবেঙ্গলে থাকতে পেরে নিজের উচ্ছ্বাস চেপে রাখেননি সউল। তিনি বলেন,”লাল-হলুদ জার্সিতে আরও দুই বছর থাকতে পেরে খুব ভালো লাগছে। ইস্টবেঙ্গল আমার কাছে শুধুমাত্র একটা দল নয়, এটা একটা পরিবার। এখানে এসে আমি সমর্থকদের প্রচুর ভালোবাসা পেয়েছি। তাই আমি সব কিছুর জন্যই কৃতজ্ঞ।”
আইএসএল
চার মাসের জন্য নির্বাসিত আনোয়ার আলি
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগস্ট মাসে ইস্টবেঙ্গলের হয়ে দীর্ঘ ৫ বছরের চুক্তিতে সই করার পরেও আইএসএলের প্রথমের দিকে লাল-হলুদ জার্সি গায়ে মাঠে নামতে পারবেন না আনোয়ার আলি।
শুধুই নির্বাসন নয়। পিএসসি থেকে জানানো হয়েছে ১২ কোটি ৯০ লক্ষ্য টাকার জরিমানাও দিতে হবে তার পুরোনো ক্লাব মোহনবাগানকে। যদিও সেই জরিমানা আনোয়ার সহ ইস্টবেঙ্গল ও দিল্লী এফসিকেও যৌথভাবে মেটাতে হবে বলে রায় দিয়েছে পিএসসি। পাশাপাশি ইস্টবেঙ্গল এবং রঞ্জিত বাজাজের ক্লাব দিল্লী এফসি আগামী দুটি মরশুমের জন্য ট্রান্সফার ব্যান করা হয়েছে। অর্থাৎ আগামী দুটি মরশুম নতুন কোনও ফুটবলার সই করাতে পারবে না সংশ্লিষ্ট ক্লাব দুটি।
তবে জানা যাচ্ছে এই বিষয়ে ফেডারেশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে ইস্টবেঙ্গল। এছাড়াও আনোয়ার এই সিদ্ধান্তের জন্য ফিফার কাছেও আবেদন করতে পারেন বলেই জানা যাচ্ছে। এবারে দেখার কত দ্রুত এই সমস্ত বিষয় সমাধান করে মাঠে ফিরতে পারেন আনোয়ার আলি।
ইস্টবেঙ্গল
চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কুয়াদ্রাত
রে স্পোর্টজ: ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন। তবে ১৪ সেপ্টেম্বর কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হওয়ার আগে ইস্টবেঙ্গল সমর্থকদের মনে একটাই শঙ্কা কাজ করছে। তা হল বেশ কিছু স্বদেশি এবং বিদেশি তারকা ফুটবলারের চোট। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল সউল ক্রেসপো, মাদিহ তালাল, দিমিত্রিয়স দিমানতাকোসরা চোটের তালিকায় রয়েছেন। তবে কলকাতায় আয়োজিত আইএসএলের মিডিয়া ডে অনুষ্ঠানে সমর্থকদের অভয় দিলেন লাল-হলুদ হেড কোচ কার্লেস কুয়াদ্রাত।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি সমর্থকদের আবেগ ভালোমতই বুঝি। আমি সকলকে বলতে চাই নিশু কুমার এবং প্রভাত লাকড়া ছাড়া প্রত্যেকে ফিট। দলের বেশ কিছু ভারতীয় ফুটবলার নানা কারণবশত অনুশীলনে ছিলেন না। পাশাপাশি জাতীয় দলে খেলার জন্য বেশ কয়েকজন ফুটবলার চলে গেছেন। এছাড়া অনেকে আবার প্রাক মরশুমে ঠিকঠাক প্রস্তুতির মধ্যে ছিল না। সেই কারণেই একটা ছোট সমস্যা তৈরি হয়েছিল, তবে বর্তমানে গোটা দল প্রস্তুত এবং আমি তাতে খুশি।”
ইস্টবেঙ্গল বেশ কয়েক বছর আইএসএল খেললেও, কোনওবারই প্লে-অফে পৌঁছতে পারেনি। সেই ব্যাপারে উত্তর দিতে গিয়ে কুয়াদ্রাত বলেন, “শেষ পাঁচ বছরে এই প্রথমবার দল একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আইএসএলে এটা আমাদের পঞ্চম বছর। এই প্রথম পরপর দু’বছর কোচ একই রয়েছে। দল এবার একটু থিতু হয়েছে। গত বছরের বেশ কিছু ফুটবলার এবারেও দলে রয়েছেন। দীর্ঘ কয়েক বছর পরে একজন কোচ টানা ৩৫টি ম্যাচে দলকে পরিচালনা করার সুযোগ পাচ্ছে। দল একেবারে সঠিক পথে চলছে, আর আমরা প্রত্যেকে আসন্ন আইএসএলে কঠিন চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি।” এখন দেখার কার্লেস কুয়াদ্রাত তাঁর দলকে প্রথমবারের জন্য আইএসএলের প্লে-অফে নিয়ে যেতে পারেন কিনা।
ইস্টবেঙ্গল
ইস্ট-মোহনের আন্দোলনে সামিল ক্যাপ্টেন শুভাশিস
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বিকেল সারে পাঁচটা, যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে তখন শুধুই কালো মাথা। আর জি কর কান্ডের প্রতিবাদে একসঙ্গে মিছিলে পা মেলালো বাঙাল-ঘটি। ইস্ট-মোহনের যৌথ প্রতিবাদ কর্মসূচিতে সামিল হলেন ক্যাপ্টেন শুভাশিস। ডার্বি বাতিলের প্রতিবাদে এবং ন্যায় বিচারের দাবিতে এত মানুষের সমাগম দেখে আপ্লুত বাগান অধিনায়ক। তিনি বললেন “আজ আমি সাধারণ হিসাবে, মানুষের পাশে দাঁড়াতে এসেছি। আমি চাই দোষীদের শাস্তি হোক। আর যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি, ততদিন এই লড়াই চলবে। দুই প্রধানের সমর্থকদের পাশে থাকার বার্তা দিলেন শুভাশিস।
-
আইএসএল9 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট11 months ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল10 months ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল9 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল12 months ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল10 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি