ফুটবল
Santosh Trophy: দুরন্ত পারফরম্যান্স বাংলার ছেলেদের! মনিপুরকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে সুজিত, ফারদিনরা…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চলতি সন্তোষ ট্রফির সেমিফাইনালে দারুন ফুটবল উপহার দিয়ে মনিপুরকে ৩-০ গোলে হারিয়ে ৭৫তম সন্তোষ ট্রফির ফাইনালে পৌঁছে গেল বাংলা। ফাইনালে তারা এবারে মুখোমুখি হবে কেরালার।
এদিন প্রথম থেকেই মনিপুরকে চেপে ধরেন বাংলার ফুটবলাররা। মাত্র ২ মিনিটের মাথায় প্রথম গোল করে দলকে এগিয়ে দেন সুজিত সিং। তারপর চার মিনিট যেতে না যেতেই বাংলার হয়ে গোল সংখ্যা দ্বিগুণ করেন এই টুর্নামেন্টে দুরন্ত ফর্মে থাকা ফারদিন আলি মোল্লা। প্রথমার্ধে এরপরে বাংলা একের পর এক আক্রমণ করলেও মনিপুরের ডিফেন্স তা রুখে দেয় এবং প্রথমার্ধের খেলা বাংলার পক্ষে ২-০ গোলে শেষ হয়।
দ্বিতীয়ার্ধে মনিপুর চাপ বাড়িয়ে খেলায় ফেরার চেষ্টা করলেও বাংলার রক্ষণ একেবারে জমাট ছিল। এর মাঝেই দ্বিতীয়ার্ধে খেলার ৭৪ মিনিটের মাথায় গোলের মধ্যে একটি ক্রস রাখতে গিয়ে বলে শট নিলে তা সরাসরি গোলে ঢুকে যায়। দিলীপ এত নিখুঁতভাবে শটটি নিয়েছিলেন যে মনিপুরের গোলরক্ষক নিজের সমস্ত শক্তি দিয়ে ঝাপালেও বল আটকাতে ব্যর্থ হন। এরপর আর কোনও গোল হয়নি এবং বাংলা ম্যাচটি ৩-০ গোলে জিতে নিয়ে ফাইনালে নিজেদের স্থান পাকা করে। ফাইনালে তাদের প্রতিপক্ষ কেরালা যারা এই ম্যাচটি নিজেদের ঘরের মাঠে খেলবে।