ফুটবল

Santosh Trophy: হাড্ডাহাড্ডি ম্যাচে মেঘালয়কে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখল বাংলা…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সন্তোষ ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে মেঘালয়কে হাড্ডাহাড্ডি ম্যাচে ৪-৩ গোলে হারিয়ে দিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে যাওয়ার আশা এখনও জিইয়ে রাখল বাংলা। তাঁরা যদি আগামী ২৪ এপ্রিল নিজেদের শেষ প্রতিপক্ষ রাজস্থানকে হারিয়ে দেয় তাহলেই সেমি ফাইনালে পৌঁছে যাবেন মহিতোষ, প্রিয়ন্তরা।

এদিনের উপভোগ্য ম্যাচে প্রথমে খেলার ২৩ মিনিটের মাথায় গোল করে বাংলাকে এগিয়ে দেন ফারদিন আলী মোল্লা। এরপর খেলার ৩৫ মিনিটের মাথায় বাংলাকে ২-০ গোলে এগিয়ে দেওয়ার সহজ সুযোগ পেয়েছিলেন দিলীপ ওঁরাও, তবে তার শট অল্পের জন্য বার উঁচিয়ে চলে যায়।

এরপরে খেলায় সমতা ফেরাতে মেঘালয় বেশিক্ষণ সময় নেয়নি এবং খেলার ৪০ মিনিটের মাথায় সিংটি সাইলংয়ের গোলে খেলায় ফেরে মেঘালয়। বক্সের মধ্যে থেকে তার মারা শট বাঁচাতে পারেননি বাংলার গোলরক্ষক প্রিয়ন্ত সিং। তবে তার তিন মিনিটের মধ্যেই পেনাল্টি পায় বাংলা এবং প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দলের এবং নিজের দ্বিতীয় গোল করে বাংলাকে ফের এগিয়ে দেন ফারদিন। এরপর আর প্রথমার্ধে কোনও গোল হয়নি প্রথমার্ধের শেষ বাংলা ২-১ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে।

এরপরে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর সাথে সাথেই মেঘালয়কে গোল করে তাদের সমতায় ফেরান শানো তারিয়াং। যদিও তার ঠিক ৩ মিনিটের মধ্যেই বাংলাকে ফের লিড এনে দেন মহিতোষ রায়, তার অনবদ্য শট থামানোর ক্ষমতা হয়নি মেঘালয়ের গোলরক্ষকের। এরপর খেলার বয়স যখন ৬৫ মিনিট, আবার খেলার পট পরিবর্তন হয় এবং এবারে তৃতীয়বারের জন্য সমতায় ফেরে মেঘালয়। নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন শানো। হিউডের মাপা নিচু ক্রস থেকে গোল করে যান তিনি। এর ঠিক চার মিনিটের মধ্যে বাংলাকে আবার এগিয়ে দেন মহিতোষ রায়। এই ম্যাচে এটি মহিতোষের দ্বিতীয় গোল ছিল।

যখন সকলেই ভেবে নিয়েছে এই হাড্ডাহাড্ডি ম্যাচ বাংলা জিতে গেছে, নির্ধারিত সময়ে ঠিক ৪ মিনিট আগে পেনাল্টি পায় মেঘালয়। তবে হার্ডির নেওয়া পেনাল্টি শট দারুণ দক্ষতায় বাঁচিয়ে দেন বাংলার গোলরক্ষক প্রিয়ন্ত সিং। এরপর ম্যাচে আর কোনও গোল হয়নি এবং বাংলা ম্যাচটি ৪-৩ গোলে জিতে নেয়। বর্তমানে গ্রুপ বি’তে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। তারা যদি নিজেদের পরবর্তী এবং গ্রুপ লিগের শেষ ম্যাচে রাজস্থানকে হারিয়ে দেয় তবে বাংলা চলতি সন্তোষ ট্রফির সেমিফাইনালে পৌঁছে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version