ফুটবল
Santosh Trophy: ফারদিনরা শুধু গোলের সুযোগ কাজে লাগাক। সেমিতে নামার আগে বললেন বাংলার কোচ…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: শুক্রবার সন্তোষ ট্রফির সেমিফাইনাল ম্যাচে নামছে বাংলা। প্রতিপক্ষ মনিপুর। তাদেরকে সমীহ করলেও, না হারানোর কিছু নেই। আইএফএর মাধ্যমে একথা জানিয়ে দিলেন বাংলার কোচ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, আমাদের ছেলেরা যা গোলের সুযোগ তৈরি করছে, তা যদি কাজে লাগাতে পারে, তাহলে জয় পেতে কোনও সমস্যা হবে না।
সেমিফাইনাল ম্যাচ খেলতে নামার আগে মনিপুরকে নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল মোহিতোষ, ফারদিনদের হেড স্যার। তিনি বলেন, ওদের তিন-চারটে খুব ভাল ফুটবলার আছে। তাদের জন্য আমার ছেলেরা তৈরি। অন্যান্য বিভাগের মতো রক্ষণকে আলাদা করে অনুশীলন করান হয়েছে, যাতে ব্যাক ফোর ভুল না করে।
বাংলা দলে কোনও চোট আঘাত নেই।২০ জন ফুটবলারই সুস্থ। এর জন্য ফিজিও ও ফিজিক্যাল ট্রেনারের প্রশংসা বাংলা কোচের মুখে। তবে তিনি মণিপুরের বিরুদ্ধে প্রথম একাদশে দু তিনটে পরিবর্তন আনতে চলেছেন। তারা কারা ? এবার সতর্ক বাংলার কোচ। তিনি বলেন, মধ্যাহ্ন ভোজনের পর সেটা ঠিক করব।