ফুটবল
জাতীয় মহিলা দলের নতুন কোচ সন্তোষ কাশ্যপ
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ভারতের মহিলা ফুটবল দলের বিষয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এবার বড় ঘোষণা। সোমবার এআইএফএফ এর পক্ষ থেকে জানানো হয় মহিলা দলের কোচ হতে চলেছেন সন্তোষ কাশ্যপ। আগামী ১৭ ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে চলা এই প্রতিযোগিতার আগে তাই আগামী ২০ শে সেপ্টেম্বর থেকে প্রস্তুতি শিবির শুরু করছে ২৯ জনের ভারতীয় মহিলা দল ব্লু টাইগ্রেস। আর তার ঠিক আগেই দলে নতুন কোচের নিয়োগ।
এর আগে একাধিক ক্লাবে কোচ হিসেবে নিযুক্ত ছিলেন সন্তোষ কাশ্যপ। সেই তালিকার মধ্যে রয়েছে আই লিগ প্রতিযোগিতার সময়কালীন মোহনবাগান এসি, আইজল এফসি, মুম্বাই এফসি, সালগাঁওকার এফসি ইত্যাদি ক্লাবের নাম। এছাড়াও সম্প্রতি আইএসএল এর নর্থইস্ট ইউনাইটেড এবং উড়িষ্যা এফসিরও এসিস্ট্যান্ট কোচ পদে নিযুক্ত ছিলেন সন্তোষ কাশ্যপ। ৫৮ বছরের অভিজ্ঞ এই কোচ বেছে নিয়েছেন প্রিয়া পিভি এবং রঘুবীর প্রবীণ খানোলকারকে যথাক্রমে নিজের অ্যাসিস্ট্যান্ট কোচ এবং গোলকিপার কোচ হিসেবে। ১৯৮০ সালের নামকরা এই ফুটবলার এদিন এই প্রসঙ্গে বলেন, “জাতীয় দলের কোচ হতে পারা গর্বের বিষয়। আমি ভীষণভাবে কৃতজ্ঞ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট শ্রীযুক্ত কল্যান চৌবের কাছে। পাশাপাশি টেকনিক্যাল কমিটি এবং সমস্ত সিনিয়র সদস্যদের প্রতি ও আমি আমার কৃতজ্ঞতা জানাতে চাই আমাকে জাতীয় মহিলা দলের কোচ হিসেবে সুযোগ দেয়ার জন্য।”
প্রসঙ্গত মহারাষ্ট্রের অনূর্ধ্ব ১৯ মহিলা দলকে দিয়েই নিজের কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন সন্তোষ। ভারতীয় মহিলা দলের কোচ হিসেবে তার প্রাথমিক লক্ষ্য হিসেবে তিনি বলেন, “গত মরশুমের সাফ চ্যাম্পিয়নশিপে আমাদের ফল আশানুরূপ হয়নি। তবে এবছর সঠিক পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আমরা চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখি। আন্তর্জাতিক লেভেলে ফুটবলে প্রতিযোগিতা অনেক বেড়েছে। তাই কোন প্রতিপক্ষকেই হালকা ছলে নেওয়া যাবে না। আর সাফ শুধুমাত্র আমাদের প্রথম পদক্ষেপ। তারপর আমার অনেক বড় পরিকল্পনা রয়েছে এবং আমি বিশ্বাস করি এই দল সেই সমস্ত পরিকল্পনার বাস্তবায়নের সক্ষম।”