আন্তর্জাতিক ফুটবল
রাশিয়ার জাতীয় দল এবং ক্লাবগুলোকে নির্বাসিত করল ফিফা এবং উয়েফা…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ফুটবল শুধু এক খেলা নয়। প্রতিবাদের ভাষাও। চরম শক্তিশালীর বিরুদ্ধে দাঁড়াতেও দুবার ভাবে না ফুটবল। দিন কয়েক ধরেই ইউক্রেনের উপর রাশিয়ান সেনার আক্রমণ চলছে।
ইউক্রেনের একের পর এক শহর নিজেদের দখলে নিচ্ছে রাশিয়া। প্রায় একতরফাভাবেই যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে রাশিয়া। গোটা বিশ্বের বারবার কাতর অনুরোধেও যুদ্ধ থেকে সরে আসেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই পরিস্থিতিতে দৃঢ় সিদ্ধান্ত নিল বিশ্ব ফুটবলে নিয়ামক সংস্থার ফিফা এবং ইউরোপিয়ান ফুটবলের নিয়ামক সংস্থা উয়েফা।
সোমবার এই দুই সংস্থার পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেয়া হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত, রাশিয়ার জাতীয় দল কোনও আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামতে পারবে না।
একইভাবে রাশিয়ার কোনও ক্লাব দল উয়েফা পরিচালিত কোন প্রতিযোগিতায় মাঠে নামতে পারবে না। বিশ্ব ফুটবল সংস্থার এই সাহসী সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছে ফুটবল দুনিয়া।