আন্তর্জাতিক ফুটবল

“রোনাল্ডো ইউরোপে ফিরবে” : রুডি গার্সিয়া

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: গোটা ফুটবল বিশ্বকে স্তম্ভিত করে সৌদি আরবের আল নাসেরে যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফের নতুন চমকের গুঞ্জন শোনা যাচ্ছে ফুটবল দুনিয়ায় কান পাতলেই।

পিয়ার্স মর্গ্যানের সাথে করা একটি সাক্ষাৎকারে বিতর্কিত মন্তব্যের জেরে ম্যানচেস্টার ইউনাইটেড এর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন হয় রোনাল্ডোর। ক্লাবের হায়ারার্কি এবং ম্যানেজার হ্যাগের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন এই তারকা ফুটবলার। তারপরেই পর্তুগালের অধিনায়ক গোটা ফুটবল বিশ্বকে চমকে দিয়ে আড়াই বছরের চুক্তিতে যোগ দেন আরবের আল নাসেরে, ২০০ মিলিয়ান ইউরোর বিনিময়ে। ২২ শে জানুয়ারি নতুন দলের হয়ে অভিষেক ঘটে তার। হিসেব বলছে নতুন ক্লাবের সাথে চুক্তি শেষ হওয়ার সময় রোনাল্ডোর বয়স দাঁড়াবে ৪০ এর কোঠায়, যার অর্থ নিজের বর্ণময় ফুটবল জীবনে তাকে ইতি টানতে হবে সৌদি আরবের হয়েই। কিন্তু আল নাসেরের কোচ রুডি গার্সিয়া বলছেন সম্পূর্ণ উল্টো কথা। ফ্রেঞ্চ কোচের মতে “ও আবার ইউরোপে ফিরবে।” তিনি বলেন, “দলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর উপস্থিতি অনেকটাই স্বস্তির বাতাবরণ তৈরি করে। প্রতিপক্ষের ডিফেন্ডারদের খুব সুন্দরভাবে সামলায় ও। বিশ্বের অন্যতম সেরা ফুটবল খেলোয়াড় রোনাল্ডো। আমি বিশ্বাস করি আল নাসেরেই ওর ফুটবল জীবন শেষ হবে না। ও আবারো ইউরোপে ফিরবে।”

জুভেন্টাস থেকে ২০২১ সালে ফের ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন রোনাল্ডো। প্রিমিয়ার লিগে মোট ১৮ টি গোল করে সেই মরশুম শেষ করেছিলেন তিনি। গোল্ডেন বুটের দৌড়ে ছিলেন তৃতীয় স্থানেও। কিন্তু তার এই দুরন্ত পারফরমেন্সের পরেও দল হিসেবে ষষ্ঠ স্থানে শেষ করে উয়েফা চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয় ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর টেন হ্যাগ যোগ দিলে সমস্যা দেখা দেয় রোনাল্ডোর ফুটবল জীবনে। তাকে বেঞ্চে বসিয়ে তার পরিবর্তে খেলানো হয় মার্কাস র ্যাশফোর্ডকে। ২০২২-২৩ মরশুমে প্রিমিয়ার লিগে মোট ১০টি ম্যাচ খেলে মাত্র একটি গোল করেন রোনাল্ডো। ইউরোপা লিগে গোল পান ২ টি। ফলে এই সময়টা যে মোটেই ভালো যায়নি রোনাল্ডোর সেটা বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপের পরেই সৌদি আরবের আল নাসেরে যোগ দিয়েছিলেন তিনি। তবে আবার কোনদিন ইউরোপের ফুটবলে ফিরবেন কি না রোনাল্ডো, তা শুধু সময় বলতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version