আন্তর্জাতিক ফুটবল

সন্তান হারানোর শোকের মধ্যেই অনুশীলনে ফিরলেন রোনাল্ডো, পাশে থাকার জন্য ধন্যবাদ জানালেন সমর্থকদের…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সদ্য নিজের পুত্র সন্তান হারানোর শোক কাটিয়ে ফের ফুটবল মাঠে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এদিন ম্যানচেস্টারের অনুশীলনে দলের সঙ্গে পুরো অনুশীলন করেন পর্তুগালের এই তারকা ফুটবলার। যদিও অন্যান্য দিনের মতো এদিন তিনি নিজে গাড়ি চালিয়ে আসেননি, এসেছিলেন নিজের ড্রাইভারকে নিয়ে। অনুশীলনে ঢোকার সময় দেখা যায় তিনি গাড়ির পিছনে বসে রয়েছেন।

মঙ্গলবার লিভারপুলের বিরুদ্ধে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেননি এবং তার ফলে ম্যানচেস্টার ইউনাইটেড ০-৪ গোলে লিভারপুলের বিরুদ্ধে হেরে যায়। যদিও এর আগের প্রিমিয়ার লিগের ম্যাচেই রোনাল্ডোর হ্যাটট্রিকের সৌজন্যেই জয়লাভ করেছিল ম্যানচেস্টারের দলটি। এবারে দেখার দলের নতুন কোচ এরিক টেন হ্যাগের সঙ্গে কেমন সমীকরণ হয় রোনাল্ডোর। কারণ এর আগে তিনি জানিয়েছিলেন যে রোনাল্ডো তার পছন্দের তালিকায় নেই।

জানা গিয়েছে যে এদিনের অনুশীলনে পুরো অনুশীলন করার দরুন শনিবারের আর্সেনাল ম্যাচে তিনি হয়তো মাঠে নামবেন। এর আগে আর্সেনালের বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৬ ম্যাচে আটটি গোল শহর দুটি অ্যাসিস্ট রয়েছে এই তারকা ফুটবলার। শেষ বার ডিসেম্বরে ওল্ড ট্র্যাফোর্ডে দলের ৩-২ জয়ে জোড়া গোল করেছিলেন তিনি।

পাশাপাশি লিভারপুলের বিরুদ্ধে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের খেলার ৭ মিনিটের মাথায় সর্মথকরা যেভাবে উঠে দাঁড়িয়ে রোনাল্ডোর প্রতি সম্মান জানিয়ে ছিলেন, বৃহস্পতিবার সেই বিষয়ে অবশেষে উত্তর দিয়েছেন রোনাল্ডো। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন,’‘একটাই বিশ্ব..একটাই খেলা..একটাই পরিবার.. ধন্যবাদ অ্যানফিল্ড। আমি এবং আমার পরিবার এই শ্রদ্ধা এবং ভালবাসা কোনও দিন ভুলতে পারব না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version