ফুটবল

আরএফডিএল – ভারতীয় ফুটবলে উন্নতির সোপান

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: পাঞ্জাব এফসি এবং দিল্লি এফসি আরএফডিএল জাতীয় গ্রুপ পর্বে তাদের স্থান নিশ্চিত করেছে। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে এটি দুই দলের কাছেই প্রথম সাফল্য। দুই দলের কোচই আরএফডিএলের এই সাফল্য নিয়ে দারুণ খুশি। আরএফডিএল রিজার্ভ দলের খেলোয়াড়দের কাছে অনেক বেশি গেম টাইম পাওয়ার সুযোগ করে দিচ্ছে। ভারতীয় ফুটবলে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার সুযোগ পাচ্ছেন তারা। এটি ভবিষ্যতের জন্য ভারতীয় ফুটবলের সাফল্যের পথ হিসাবে চিহ্নিত করা যেতে পারে। নতুন প্রতিভা খুঁজে পেতে এবং সিনিয়র ফুটবল দলের জন্য তাদের ব্যবহার করতে আরও বেশি করে সাহায্য করছে এই ডেভেলপমেন্ট লিগ।

পাঞ্জাব এফসি কোচ প্রবীণ কুমার বলেছেন, “আমরা খুশি যে আমাদের দল প্রতিযোগিতার পরবর্তী পর্যায়ের জন্য যোগ্যতা অর্জন করেছে। খেলোয়াড়রা সবসময় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে।” রিজার্ভ দল এবং সিনিয়র দলের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য মিটিয়ে দিতে পারে এই আরএফডিএল। এমনটাই মনে করছেন পাঞ্জাব এফসির কোচ।

দিল্লি এফসি কোচ উল্লেখ করেছেন যে আরএফডিএল ধীরে ধীরে একটি নির্ভরযোগ্য স্কাউটিং প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এমনকি তিনি মিনি আইএসএল হিসাবে এই লিগকে চিহ্নিত করেছেন। তিনি বলেন, “এটি একটি বড় মঞ্চ যেখানে খেলোয়াড়রা তাদের সেরাটা দেওয়ার জন্য অনুপ্রাণিত হয়।” পাঞ্জাব এফসি ১০ ম্যাচে ২৮ পয়েন্ট অর্জন করে জাতীয় গ্রুপ স্টেজের যোগ্যতা অর্জন করেছে। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ ভারতীয় ফুটবলে যুব উন্নয়নের জন্য সবুজ সংকেত নির্দেশ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version