আন্তর্জাতিক ফুটবল
মারডেকা কাপের সূচীতে বদল, প্যালেস্টাইন নাম প্রত্যাহার করায় অ্যাডভান্টেজ তাজাকিস্তানের
রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ প্যালেস্টাইনে যুদ্ধ পরিস্থিতির কারণে শেষ মুহূর্তে মারডেকা কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে প্যালেস্টাইন। এমনিতেই চার দলীয় এই প্রতিযোগিতায় প্যালেস্টাইন ছাড়াও ভারত, মালয়েশিয়া এবং তাজাকিস্তানের অংশগ্রহণ করার কথা ছিল। প্রতিযোগিতা থেকে প্যালেস্টাইন নাম তুলে নেওয়ায় সমস্যার সৃষ্টি হয়। সোমবার তড়িঘড়ি আলোচনায় বসে আয়োজক সংস্থা। প্রথমে শোনা গিয়েছিল রাউন্ড রবিন পদ্ধতিতে হবে এবারের মারডেকা কাপ। তবে শেষ পর্যন্ত অ্যাডভান্টেজ পেয়ে গেল তাজাকিস্তান।
প্যালেস্টাইন অংশগ্রহণ করতে না পারায় সরাসরি ওয়াক ওভার পেয়ে ফাইনালে পৌঁছে গেল তাজাকিস্তান। ১৩ অক্টোবর মালয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ভারত। এই ম্যাচের জয়ী দল ১৭ অক্টোবর তাজাকিস্তানের বিরুদ্ধে ফাইনাল খেলবে। অর্থাৎ কোন ম্যাচ না খেলেই সরাসরি ফাইনালে টিকিট হাতে পেল তাজাকিস্তান। প্যালেস্টাইন না খেলতে পারায় কিছুটা হলেও জৌলুশ কমে গেল মারডেকা কাপের। প্রায় ১০ বছর পর আবারও মারডেকা কাপের আসর বসতে চলেছে। শেষবার ২০১৩ সালে মালয়েশিয়ায় মারডেকা কাপের আসর বসেছিল।
১৯৫৭ থেকে মালয়েশিয়া তাদের দেশের স্বাধীনতা দিবসের উদযাপনে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে। মারডেকা কাপে ভালো ফল করতে হলে মালয়েশিয়ার মত শক্তিশালী দলকে হারাতে হবে ভারতকে। এশিয়ান কাপ এবং বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের আগে ভারতের কাছে প্রস্তুতির জন্য সবথেকে বড় সুযোগ এই মারডেকা কাপ।