আন্তর্জাতিক ফুটবল
ইতিহাস লিখল রিয়াল মাদ্রিদ
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে পরাজিত করে রেকর্ড ১৫তমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতল রিয়াল মাদ্রিদ। একেই বলে ‘ওস্তাদের মার শেষ রাতে’। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি ফাইনালে প্রথমার্ধের খেলা গোলশূন্যই থাকে। প্রথম ৪৫ মিনিটে সবচেয়ে বেশি সুযোগ তৈরি করেছিল বরুশিয়া ডর্টমুন্ড। তবে দ্বিতীয়ার্ধের মাত্র ৯ মিনিটের ঝড়ে উড়ে গেল জার্মান ক্লাবটি। ৭৪ মিনিটের মাথায় ক্রুযের নেওয়া কর্নার কিক থেকে হেডে রিয়ালকে এগিয়ে দেন দানি কারভাজাল। ৮৩ মিনিটে আর আটকানো যায়নি ভিনিসিয়াস জুনিয়রকে। রক্ষণের ভুলে ফাঁকায় বল পেয়ে সহজেই ব্যবধান দ্বিগুণ করে নেন ব্রাজিলিয়ান এই তারকা। ভিনিসিয়াসের গোলে খেতাব নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ।