আন্তর্জাতিক ফুটবল
ভিনিসিয়াসের হ্যাট-ট্রিকে সুপার কাপ জিতল রিয়াল মাদ্রিদ
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: এল ক্লাসিকো! ক্লাব ফুটবলের সবচেয়ে উত্তেজক দ্বৈরথ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে সুপার কাপ ঘরে তুলল রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের সাত নম্বর জার্সির প্রাক্তনে মাঠে বর্তমান সাত নম্বর জার্সির হ্যাট-ট্রিক। স্প্যানিশ সুপার কাপ ফাইনালের চূড়ান্ত প্রস্তুতি আল নাসেরের ট্রেনিং গ্রাউন্ডেই সেরেছে বার্সেলোনা৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্টেডিয়ামে ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিকের সৌজন্যে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। প্রিয় দলের খেলা দেখতে হাজির ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচের ৭ মিনিটের মধ্যেই ভিনিসিয়াসের গোলে এগিয়ে যায় রিয়াল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সিউউউউ সেলিব্রেশনে মেতে ওঠেন ভিনিসিয়াস। তবে খুব বেশিক্ষণ সেলিব্রেশন করার সুযোগ পাননি রিয়ালের ফুটবলাররা। মাত্র ৩ মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস জুনিয়র।
প্রথমার্ধেই হ্যাট-ট্রিক সম্পূর্ণ হয়ে যায় বর্তমান সাত নম্বরের। ৩৩ মিনিটের মাথায় রবার্ট লেওয়ানডোস্কির করা একমাত্র গোলে ব্যবধান কমানোর চেষ্টা করে বার্সা। কিন্তু ৩৯ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে কাতালান জায়ান্টদের ম্যাচ থেকে ছিটকে দেন ভিনিসিয়াস। ম্যাচের ৬৪ মিনিটের বার্সেলোনার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন রদ্রিগো। ৭১ মিনিটে বার্সেলোনার রোনাল্ডো আরাজু লাল কার্ড দেখে বেড়িয়ে গেলে বাকি সময়টা দশ জনেই খেলতে হয় তাদের। পরপর দুই মরশুমে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সা এবং রিয়াল। গত মরশুমে বার্সা জিতলেও এবছর বদলার জয় তুলে নিল আনচেলত্তির দল।