আন্তর্জাতিক ফুটবল
ভিনিসিয়াসের হ্যাট-ট্রিকে সুপার কাপ জিতল রিয়াল মাদ্রিদ
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: এল ক্লাসিকো! ক্লাব ফুটবলের সবচেয়ে উত্তেজক দ্বৈরথ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে সুপার কাপ ঘরে তুলল রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের সাত নম্বর জার্সির প্রাক্তনে মাঠে বর্তমান সাত নম্বর জার্সির হ্যাট-ট্রিক। স্প্যানিশ সুপার কাপ ফাইনালের চূড়ান্ত প্রস্তুতি আল নাসেরের ট্রেনিং গ্রাউন্ডেই সেরেছে বার্সেলোনা৷ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্টেডিয়ামে ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিকের সৌজন্যে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। প্রিয় দলের খেলা দেখতে হাজির ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচের ৭ মিনিটের মধ্যেই ভিনিসিয়াসের গোলে এগিয়ে যায় রিয়াল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সিউউউউ সেলিব্রেশনে মেতে ওঠেন ভিনিসিয়াস। তবে খুব বেশিক্ষণ সেলিব্রেশন করার সুযোগ পাননি রিয়ালের ফুটবলাররা। মাত্র ৩ মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়াস জুনিয়র।
প্রথমার্ধেই হ্যাট-ট্রিক সম্পূর্ণ হয়ে যায় বর্তমান সাত নম্বরের। ৩৩ মিনিটের মাথায় রবার্ট লেওয়ানডোস্কির করা একমাত্র গোলে ব্যবধান কমানোর চেষ্টা করে বার্সা। কিন্তু ৩৯ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে কাতালান জায়ান্টদের ম্যাচ থেকে ছিটকে দেন ভিনিসিয়াস। ম্যাচের ৬৪ মিনিটের বার্সেলোনার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন রদ্রিগো। ৭১ মিনিটে বার্সেলোনার রোনাল্ডো আরাজু লাল কার্ড দেখে বেড়িয়ে গেলে বাকি সময়টা দশ জনেই খেলতে হয় তাদের। পরপর দুই মরশুমে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সা এবং রিয়াল। গত মরশুমে বার্সা জিতলেও এবছর বদলার জয় তুলে নিল আনচেলত্তির দল।
আন্তর্জাতিক ফুটবল
রোনাল্ডোর পেনাল্টি মিসে কিংস কাপ থেকে বিদায় আল নাসেরের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এর আগে আল নাসেরের হয়ে প্রতিটি পেনাল্টিতেই গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু মঙ্গলবার রাতে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। ফলে কিংস কাপের শেষ ষোলোর ম্যাচে, আল তাউনের বিরুদ্ধে ০-১ গোলে ম্যাচ হেরে গেল আল নাসের। অপরদিকে রোনাল্ডোর মারা পেনাল্টি শটে ভেঙেছে এক সমর্থকের মোবাইল ফোনও।
এখনও অবধি আল নাসেরের হয়ে কোনও বড় ট্রফি জেতেনি রোনাল্ডো। মঙ্গলবার কিংস কাপেও সেই ভাগ্য বদল হল না। ম্যাচের ২০ মিনিটে ওয়ালিদ আল-আহমাদের গোলে এগিয়ে যায় আল তাউন। কিন্তু ম্যাচের সংযোজিত সময়ে সেই আল-আহমাদই বক্সে ফাউল করে পেনাল্টি দেন আল নাসেরকে। সেই পেনাল্টি মারতে আসেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার সেই শট চলে যায় ক্রসবারের উপর দিয়ে। অপরদিকে তাঁর পেনাল্টির মুহূর্ত ভিডিও করছিলেন এক সমর্থক। তবে রোনাল্ডোর জোড়ালো শট গিয়ে সোজা সেই সমর্থকের ফোনে লাগায় ভেঙে যায় তাঁর ফোন।
নতুন কোচ স্টেফানো পিয়োলির অধীনে এটাই প্রথম হার আল নাসেরের। তবে এখনও ট্রফি জেতার সুযোগ রয়েছে বলেই মনে করেন তিনি। সৌদি লিগে তাঁর দল শীর্ষে থাকা আল হিলালের থেকে আট পয়েন্টে পিছিয়ে রয়েছে। অপরদিকে এই ম্যাচে হেরে কোচ পিয়োলি জানিয়েছেন, “আমরা ম্যাচটা ভাল খেলেও জিততে পারলাম না।” এছাড়াও এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে সাত পয়েন্ট অর্জন করেছে আল নাসের।
আন্তর্জাতিক ফুটবল
ব্যালন ডি’অর জেতার পথে কোথায় ভিনিকে পেছনে ফেললেন রদ্রি? জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা জয় থেকে শুরু করে গোটা মরশুম জুড়ে রিয়াল মাদ্রিদের হয়ে দুরন্ত ফুটবল খেলে গাছে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। ব্যালন ডি’অরের ক্ষেত্রে সবার আগেই ছিল তাঁর নাম। তবে এই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগেই ছড়িয়ে পড়ে যে, ব্যালন ডি’অর পাচ্ছেন স্পেনের রদ্রি। অবশেষে সেই জল্পনাই সত্যিও হয়। কিন্তু প্রশ্ন হলো এত চর্চার পরও কেন বঞ্চিত হলেন ভিনি। এই নিয়ে স্বাভাবিকভাবেই এই নিয়ে তোলপাড় সমাজমাধ্যম জগৎ।
গত মরশুমে সব মিলিয়ে মোট ৩৬টি গোল করেছেন ভিনি। তার সঙ্গে করেছেন ১১টি অ্যাসিস্টও। চ্যাম্পিয়ন্স লিগের সেরা ফুটবলারও নির্বাচিত হয়েছেন। তবে এই আচমকা ব্যালন ডি’অর নাম ‘ফাঁস’ হয়ে যাওয়ায়, রিয়াল মাদ্রিদের কোনও ফুটবলার হাজির হননি এই অনুষ্ঠানে। এমনকি অনেকে এই ব্যালন ডি’অরকে দুর্নীতিগ্রস্থ বলেও অভিযোগ করেছেন।
আরেকটা বিষয়ও ভিনিসিয়াসের বিপক্ষে গিয়েছে, তা হল ব্রাজিলের হয়ে তাঁর সাফল্য না পাওয়া। এছাড়া বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হওয়ার পরেও কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি বলেই অভিযোগও করেছেন তিনি। এদিকে এই হার মানতে রাজি নন ভিনিসিয়াস। নিজের সমাজমাদ্যমে তিনি লিখেছেন, “নিজের আরও দশ গুণ দিতে রাজি আমি”। সেখানে স্পেনের ইউরো জিতার পেছনে অন্যতম কারিগর ছিলেন রদ্রি। ইউরোর সেরা ফুটবলার হওয়ার পাশাপাশি, ম্যাঞ্চেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগও জিতেছেন তিনি। যার ফলেই, ব্যালন ডি’অরের ট্রফি উঠেছে তাঁর হাতে।
আন্তর্জাতিক ফুটবল
ব্যালন ডি’অর জিতলেন স্পেনের রদ্রি…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সোমবার স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লেখা হল ব্যালন ডি’অর-এর হাত ধরে। ম্যানচেস্টার সিটির আঠাশ বছরের মিডফিল্ডার রদ্রি এদিন জিতে নিলেন এই পুরস্কার। খেতাব জয়ের পথে তিনি পিছনে ফেললেন দুই কঠিন প্রতিপক্ষ ভিনিসিয়াস জুনিয়র এবং জুড বেলিংহ্যামকে।
গত মরশুমে রদ্রির দুরন্ত পারফরমেন্সের কারণেই টানা চতুর্থবারের জন্য প্রিমিয়ার লিগ জিতে নেয় ম্যানচেস্টার সিটি। এর পাশাপাশি স্পেনের হয়ে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছেন রদ্রি। প্রসঙ্গত ১৯৯০ সালে শেষ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে লোথার ম্যাথাউস এই ব্যালন ডি’অর জিতেছিলেন। এর পাশাপাশি তৃতীয় স্প্যানিশ হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি। তার আগে ১৯৫৭ এবং ১৯৫৯ এ আলফ্রেডো ডি স্টেফানো, এবং ১৯৬০ লুইস সুয়ারেজ এই পুরস্কার জিতেছিলেন। প্রায় ৬০ বছরের ব্যবধানে আবার স্পেনের কোন ফুটবলারের হাতে উঠল ব্যালন ডি’অর। আর তাই এই জয়কে শুধুমাত্র নিজের ব্যক্তিগত জয় হিসেবেই দেখছেন না রদ্রি।
“আজকের জয় শুধু আমার একার জয় নয় বরং গোটা স্পেনের জয় এবং সেই সমস্ত ফুটবলারদের জয়, যারা এই খেতাবের দাবিদার হয়েও কখনো তা জিততে পারেননি। আন্দ্রে ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজ, সর্জিও বুসকেটস, ক্যাসিয়াস এবং আরও অনেকের নামই নেওয়া যেতে পারে সেই তালিকায়। এটা তাদের জন্য এবং অবশ্যই মিডফিল্ডার পজিশনে খেলা বাকিদের জন্যও”, পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে বলেন রদ্রি।
“আজকের জয় শুধু আমার একার জয় নয় বরং গোটা স্পেনের জয় এবং সেই সমস্ত ফুটবলারদের জয়, যারা এই খেতাবের দাবিদার হয়েও কখনও তা জিততে পারেননি।”
তিনি আরও বলেন এই জয় আসলে ফুটবলের জয়, কারণ তাঁর এই জয়ের পর থেকে মিডফিল্ডারদের উপরেও নজর যাবে নির্বাচকদের।
-
আইএসএল11 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট1 year ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল12 months ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল11 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল11 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি