আন্তর্জাতিক ফুটবল

অবসর ঘোষণা করলেন রাফায়েল ভারানে

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মাত্র ৩১ বছর বয়সে ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার রাফায়েল ভারানে। চলতি মরসুমেই হাঁটুতে গুরুতর চোট পান তিনি। তারপর বাদ পড়েন ক্লাব দল থেকে। এরপরই ফুটবল থেকে অবসর ঘোষণা তাঁর।

ভারানে তার ক্লাব কেরিয়ার শুরু করেছিলেন লিগ ১-এর দল লেন্সে। তারপর সেখান থেকে ২০১১ সালে, তিনি চলে যান স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদে। সেখানে তিনি দশ মরশুমে মোট ৩৬০টি ম্যাচ খেলেন। তার পাশাপাশি রিয়ালের হয়ে তিনটি লা লিগা খেতাব এবং চারটি চ্যাম্পিয়ন্স লিগ খেতাবও জেতেন। এছাড়াও ২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত ফ্রান্সের হয়ে ৯৩টি ম্যাচ খেলেছেন ভারানে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জয় এবং ২০২২ কাতার বিশ্বকাপে রানার্সআপ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন ভারানে।

রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ভারানে ২০২১ সালে যোগ দেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডে। রেড ডেভিলসদের হয়ে ৯৫টি ম্যাচে মাঠে নামেন তিনি। ২০২৩ সালে লিগ কাপ এবং এফএ কাপ ২০২৪ খেতাব জেতেন তিনি। তারপর চলতি বছরের জুলাই মাসে ইউনাইটেড ছেড়ে তিনি যোগ দেন সিরি আ’র দল কোমোতে। সেখানে প্রথম ম্যাচ খেলতে নেমেই হাঁটুতে গুরুতর চোট পান এই তারকা সেন্টারব্যাক, যা তাঁকে বাধ্য করল ফুটবল থেকে অবসর নিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version