ফুটবল
ফেডারেশন সচিব কুশল দাসের বিরুদ্ধে যৌন হেনস্থার মিথ্যা অভিযোগের জের, রঞ্জিত বাজাজ এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে এআইএফএফ…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিষাদগার করে আসছেন মিনার্ভা পঞ্জাবের কর্ণধার রঞ্জিত বাজাজ। বেশ কয়েকবার তাকে এআইএফএফ এর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে। তবে এবার ফেডারেশন সচিব কুশল দাসের বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় কুশল দাসের বিরুদ্ধে ভয়ানক সব অভিযোগ এনে তাঁর পদত্যাগের দাবি জানান বাজাজ। আর এবারে সেই বিষয়ে অবশেষে মুখ খুলল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
একটি বিবৃতির মাধ্যমে ফেডারেশন জানিয়েছে,”আমরা রঞ্জিত বাজাজ নিজের টুইটার হ্যান্ডেল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক কুশল দাসের বিরুদ্ধে যে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন তা আমাদের নজরে এসেছে। তার করা সমস্ত অভিযোগ মিথ্যা এবং বানানো, আর তার কাছে এই বিষয়ে কোনও তথ্য প্রমাণ নেই। সেই কারণে ২০১৩ সালের পিওএসএইচ নিয়ম অনুযায়ী তার পাঠানো আর কোনও প্রমাণ অথবা চিঠি সর্বভারতীয় ফুটবল সংস্থা গ্রহণ করবে না।”
এই বিবৃতিতে আরও বলা হয়,”সর্বভারতীয় ফুটবল সংস্থা সমস্ত রকম কঠোর নিয়ম মেনে চলে এবং তার কর্মীদের সর্বতোভাবে রক্ষা করে। রঞ্জিত বাজাজ কুশল দাসের বিরুদ্ধে যা যা অভিযোগ এনেছেন সেগুলি শুধু মিথ্যেই নয়, এর পাশাপাশি এগুলি দাস মহাশয় এবং সমস্ত ভারতীয় ফুটবলমহলকেই ছোট করছে। এই কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।”
এছাড়াও সর্বভারতীয় ফুটবল সংস্থা এই বিষয়টি তাদের এক্সিকিউটিভ কমিটির কাছেও পাঠিয়েছে এবং আসন্ন বার্ষিক সাধারণ সভায় এই অভিযোগের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হবে।