Connect with us

আইএসএল

বাঙালি ফুটবলার হয়ে গর্বিত বলছেন প্রবীর দাস – মেহতাব হোসেনের বিস্ফোরক মন্তব্যের পাল্টা জবাব দিলেন তিনি

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ বাঙালি ফুটবলারদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন। তিনি দাবি করেছেন তাদের প্রজন্মের পর আর কোন বাঙালি ফুটবলার উঠে আসছে না। যদিও তার মুখ থেকে শোনা গেল প্রীতম কোটাল এবং শুভাশীষের নাম। তবুও তিনি দাবি করেছেন তিনিই বাংলা ফুটবলের শেষ সুপারস্টার। আমরা যদি একটু নজরটা ঘোড়াই আইএসএলের দিকে তাহলে দেখতে পাব বেশ কয়েকজন বাঙালি ফুটবলার দাপিয়ে খেলে চলেছেন। তাদের মধ্যে প্রীতম কোটাল, প্রবীর দাস, শুভাশীষরা যেমন আছেন, তেমনি আছেন কিয়ান নাসিরি, ফারদিন আলী, সৌভিক চক্রবর্তী, রহিম আলী, তুহিন দাস এবং সার্থক গোলুইয়ের মত খেলোয়াড়েরা।

দেবজিত মজুমদারের মত বাঙালি গোলরক্ষক দাপিয়ে খেলে চলেছেন আইএসএলের মত টুর্ণামেন্টে। বাঙালি ফুটবলারদের নাম করতে হলে প্রণয় হালদারের অবদানও কিন্তু কম নয়। আজ প্রবীর দাস তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে বলেন আজকের সাফল্যের জন্য একমাত্র সুপারস্টার তার সমর্থকরা। তাদের জন্যই তিনি আজকের প্রবীর দাস হতে পেরেছেন। আইএসএলের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে বাঙালি ফুটবলার উঠে আসছে না একথা পুরোপুরি অস্বীকার করলেন তিনি। তার মতে ভালো পারফর্ম করলেন তার প্রতিদান মাঠেই পাওয়া যায়। আমরা দেখেছি মোহনবাগানের যুবদলের পাশাপাশি সিনিয়র দলেও নিয়মিত সুযোগ পেয়েছেন কিয়ান নাসিরি। সুযোগ পাওয়ার পাশাপাশি নিজের নামের প্রতি সুবিচারও করেছেন তিনি। আইএসএল ডার্বিতে হ্যাটট্রিক করে দলকে জিতিয়েছিলেন তিনি। বর্তমানে খেলা বাঙালি ফুটবলারের নাম করতে গিয়ে প্রবীর দাস বললেন হীরা মন্ডল, রফিক, সৌরভ দাস, নারান দাস আরও অনেকের কথা।

বাঙালি ফুটবলারদের নাম শুরু করলে শেষ করা যাবেনা। ক্লাব ফুটবলে সাফল্যের পাশাপাশি প্রীতম কোটাল, শুভাশিসরা কিন্তু জাতীয় দলেও সুযোগ পাচ্ছেন। তাই বর্তমানে বাঙালি ফুটবলাররা উঠে আসছেনা এমন দাবী স্বীকার করার কোন জায়গায়ই নেই। প্রত্যুত্তরে বলাই যায় ভারতীয় ফুটবলের ভবিষ্যত তারকা বাংলা থেকেই উঠে আসবে না, একথা কে বলতে পারে?

আইএসএল

পিটার ক্রাটকির সঙ্গে চুক্তি বৃদ্ধি মুম্বইয়ের

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: মরসুমের মাঝেই মুম্বই সিটি এফসির দায়িত্ব নিয়েছিলেন তিনি। হেড কোচ হিসেবে এটাই তার প্রথম মরসুম। এর আগে মেলবোর্ন সিটির সহকারী কোচ ছিলেন ক্রাটকি। হেড কোচ হিসেবে প্রথম মরসুমেই সাফল্য। মুম্বই সিটি এফসিকে আইএসএল ট্রফি এনে দিয়েছেন তিনি। তাই পিটার ক্রাটকির সঙ্গে আরও এক বছরের চুক্তি বৃদ্ধি করল মুম্বই সিটি এফসি টিম ম্যানেজমেন্ট।

Continue Reading

আইএসএল

ওড়িশা এফসিতে সই করলেন রোহিত কুমার

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: মরসুম শেষ, শুরু হয়ে গিয়েছে দল বদলের লড়াই। কে কাকে টেক্কা দিয়ে কোন বড় নামটা নিজের দলে তুলবে সেই নিয়েই প্রতিযোগিতা। ইতিমধ্যেই প্রথম সইটা করিয়ে ফেলল ওড়িশা এফসি। বেঙ্গালুরু থেকে রোহিত কুমারকে তুলে নিল তারা। ২০২১ থেকে বেঙ্গালুরু এফসিতে খেলছেন রোহিত।

Continue Reading

আইএসএল

মেগা ফাইনালের আগে দিমিত্রিদের পাশে বাগানের “সবুজ তোতা”

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: মোহন জনতার নয়নমণি তিনি। সবুজ-মেরুন জার্সিতে বহু যুদ্ধের নায়ক। তিনি হলেন জোসে র‍্যামিরেজ ব্যারেটো। মোহনবাগান সমর্থকদের কাছে তিনি অতি পরিচিত ‘সবুজ তোতা’ নামে। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনের আরও একটা মহারণে নামছেন দিমিত্রি-কামিন্সরা। আইএসএল মেগা ফাইনালের আগে দিমিত্রিদের লড়াইয়ের শরিক হয়ে উঠলেন ‘সবুজ তোতা’। রে স্পোর্টজকে দেওয়া একান্ত সাক্ষাতকারে তিনি জানালেন “মুম্বইয়ের বিরুদ্ধে ফেভারিট হিসেবেই মাঠে নামবে মোহনবাগান। হাবাসের দলের সবচেয়ে বড় শক্তি হল তাঁদের ধারাবাহিকতা। কোচ হিসেবে হাবাস কখনোই আপোষ করেননা।”

মুম্বইয়ের ত্রিফলা আক্রমণের বিরুদ্ধে আঁটোসাটো রাখতে হবে বাগান রক্ষণ। এই বিষয় ব্যারেটো জানালেন “হাবাস যখনই আক্রমণে যান, নিজের রক্ষণ অটুট রেখেই তবে আক্রমণে যান। হাবাসের তত্ত্বাবধানে দুরন্ত ফুটবল খেলছে মোহনবাগান। এই দলে ম্যাচের রঙ বদলে দেওয়ার মতো অনেক খেলোয়াড় রয়েছে।” তিনি আরও বলেন “মুম্বইয়ের বিরুদ্ধে এই ম্যাচ অবশ্যই চাপের। তবু লক্ষ্যে অবিচল থেকে দিমিত্রিদের লড়াই করতে হবে। আর সব থেকে বড় কথা সমর্থকদের নব্বই মিনিট দলের জন্য গলা ফাটাতে হবে। তবেই মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারবে।”

Continue Reading

Trending