Connect with us

ফুটবল

নেক্সট জেনারেশন কাপের শেষ ম্যাচেও আটকে গেল মোহনবাগান

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ লড়াই করেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করে নিলো মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি। নেক্সট জেনারেশন কাপের গ্রুপ স্টেজের শেষ ম্যাচে বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছিল সবুজ মেরুন ব্রিগেড। প্রথম ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সাথে ১-১ ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল মোহনবাগানকে। দ্বিতীয় ম্যাচের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্টেলেনবসের সাথে পয়েন্ট ঘরে তুলতে পারিনি মেরিনার্সরা। আশা ছিল শেষ ম্যাচে বেঙ্গালুরুর সাথে জয় দিয়েই শেষ করবে গ্রুপ স্টেজের জার্নি। কিন্তু গোলশূন্য ড্র করে এক পয়েন্টই সন্তুষ্ট থাকতে হল সবুজ মেরুন ব্রিগেডকে।

তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে গ্রুপ তালিকায় তৃতীয় স্থানে শেষ করল তারা। চারদলের গ্রুপের মধ্যে তৃতীয় স্থানে থাকায় পঞ্চম স্থানের প্লে-অফ খেলার সুযোগ পাবে মোহনবাগান। অন্যদিকে গ্রুপ স্টেজের দুটি ম্যাচ হারায় গ্রুপ তালিকা চতুর্থস্থানে শেষ করল বেঙ্গালুর।

ইস্টবেঙ্গল

বেজে গেল ডুরান্ড কাপের দামামা

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: অলিম্পিক্সের আবহেই শুরু হচ্ছে ডুরান্ড কাপ, আসন্ন মরশুমের প্রথম সর্বভারতীয় টুর্নামেন্ট ডুরান্ড কাপ শুরু হবে ২৭ জুলাই এবং চলবে ৩১ অগাস্ট পর্যন্ত। বৃহস্পতিবার ডুরান্ড কমিটির পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ডার্বি সহ তিন প্রধানের সব ম্যাচের টিকিট বন্টন নিয়ে বিস্তারিত ঘোষণা হল। ১৮ অগাস্ট ডুরান্ড কাপের ডার্বি। ইস্ট-মোহনের ডার্বি ম্যাচে দুই ক্লাবকে ৫ হাজার করে টিকিট দেওয়া হবে। পাশপাশি আইএফএকে দেওয়া হবে ১২০০ টিকিট। ডার্বি ছাড়াও যুবভারতীতে তিন প্রধানের খেলা থাকেলই একই সংখ্যক টিকিট বন্টন করা হবে। ২৭ জুলাই উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান। অন্যদিকে, ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে নামবে ২৯ জুলাই।

Continue Reading

ফুটবল

তিন সহকারী নিয়ে শহরে আসছেন মোলিনা

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: আসন্ন মরশুমের জন্য মোহনবাগান দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে স্প্যানিশ কোচ মোলিনার হাতে। আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসের দিন নিজেদের মাঠে অনুশীলন শুরু করবে সবুজ-মেরুন ব্রিগেড। বৃহস্পতিবার মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল তিন সহকারীকে নিয়ে ভারতে আসছেন মোলিনা। শেষ বিশ্বকাপে স্পেনের জাতীয় দলের স্পোর্টস ডিরেক্টর ছিলেন তিনি।

আসন্ন মরশুমের জন্য নিজের তিন সহকারীকে বেছেও নিয়েছেন ইতিমধ্যে। মোলিনার সঙ্গে বিদেশি সহকারী কোচ থাকবেন সার্বিয়ার ইগর তাসেভেস্কি। ভারতীয় সহকারী কোচ হিসাবে কাজ করবেন বাস্তব রায়। এর আগেও মোলিনা যখন ভারতে এটিকের হয়ে কোচিং করিয়েছিলেন, তখন তাঁর সহকারী ছিলেন বাস্তব রায়। মোলিনার দলে গোলকিপার কোচ হয়ে আসছেন স্প্যানিশ কোচ ফ্রান্সিসকো মার্টিনেজ নিওন। এছাড়াও ফিটনেস কোচ হলেন সের্জিও গার্সিয়া, দলের চিকিৎসক নেলসন পিন্টো, ফিজিও হিসাবে থাকবেন অভিনন্দন চ্যাটার্জি এবং কিংশুক ভুঁইয়া এবং টিম ম্যানেজার অভিষেক ভট্টাচার্য।

Continue Reading

ফুটবল

ইন্টার কাশির কোচ হলেন হাবাস

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: চূড়ান্ত হয়ে গেল আন্তোনিও লোপেজ হাবাসের নতুন গন্তব্য। গত মরশুম শেষে মোহনবাগানের দায়িত্ব ছেড়েছিলেন তিনি। শোনা যাচ্ছিল শারীরিক অসুস্থতার জন্যই তিনি নাকি কোচিংয়ের পর থেকে সরে দাঁড়াতে চাইছেন। সেইমতো নতুন কোচ নিযুক্ত করা হয়েছে মোহনবাগানে। তারপর থেকেই শোনা যাচ্ছিল ভারতের জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে রয়েছেন আন্তোনিও লোপেজ হাবাস। কিন্তু শেষ পর্যন্ত ভারতের কোচের পদে নিযুক্ত হয়েছেন মানোলো মার্কুয়েজ রোকা। এবার চূড়ান্ত হয়ে গেল হাবাসের নতুন গন্তব্য। আসন্ন মরশুমে ইন্টার কাশির কোচের হট সিটে বসতে চলেছেন তিনি। ইন্টার কাশির পক্ষ থেকে ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে এই খবর জানানো হয়।

Continue Reading

Trending