ফুটবল

পুলিশের বিরুদ্ধে বায়ো বাবল ভাঙ্গার অভিযোগ আই লিগে…

Published

on


রে স্পোর্টজ নিউজ ডেস্ক: আই লিগ শুরু হয়েও বন্ধ হয়ে গিয়েছিল করোনা সংক্রমনের জন্য। আঁটোসাঁটো জৈব সুরক্ষা বলয়ের মধ্যেও হানা দিয়েছিল করোনা। বেশ কিছুদিন বিরতির পর আবার শুরু হয়েছে আই লিগ। আর বুধবার আই লিগের ম্যাচে বায়ো বাবলের নিয়ম ভাঙতে যাওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। নৈহাটি স্টেডিয়ামে রিয়েল কাশ্মীর এবং চার্চিল ব্রাদার্স ম্যাচ শুরু হওয়ার আগে এই অভিযোগ উঠল।

পুলিশের এক কনস্টেবল নাকি জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ঢুকে পড়তে যান। তাকে বাধা দেন দায়িত্বে থাকা আইএফএ কর্মী। অভিযোগ উঠছে এই সময়ে আইএফএ কর্মীর সঙ্গে বচসা জড়িয়ে পড়েন সেই পুলিশকর্মী। হাতাহাতির অভিযোগ ও উঠছে। সূত্রের খবর ফোনে এই খবর পাওয়ার পর পুলিশের সঙ্গে যোগাযোগ করেন আইএফএ সচিব জয়দীপ মুখার্জি। পুলিশের বড় কর্তারা সঙ্গে সঙ্গে নৈহাটি স্টেডিয়ামে যান। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version