আন্তর্জাতিক ফুটবল
লা লিগায় হার বার্সেলোনার
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টানা সাত ম্যাচে জয়ের পর অবশেষে আট নম্বর ম্যাচে এসে থামল বার্সেলোনার জয়রথ। ওসাসুনার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ৪-২ গোলের বড় ব্যবধানে হারল হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। জেরার্ড মার্টিন প্রথম কোচ হিসেবে লা লিগায় আটটি ম্যাচে পরপর জয় পেয়েছিলেন। সেই নজির নিজের নামে করতে পারলেন না জার্মান কোচ।
ওসাসুনার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে কোচ প্রথম একাদশে রাখেননি দলের অন্যতম সেরা খেলোয়াড় লামিন ইয়ামালকে এবং ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়াকেও। কিন্তু খেলার প্রথম থেকেই বলের দখল ছিল বার্সেলোনার ফুটবলারদের কাছেই। কিন্তু বলের দখল রাখলেও, সুযোগ কাজে লাগিয়ে গোল তুলে নিতে পারেননি তাঁরা। বরং ওসাসুনার ফুটবলাররা সুযোগ কাজে লাগিয়ে, এই ম্যাচ থেকে জয় ছিনিয়ে নিয়েছেন। ম্যাচের ১৮ মিনিটে বুদিমিরের গোলে এগিয়ে যায় ওসাসুনা। ২৮ মিনিটে ব্যবধান বাড়ায় তারা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে বার্সেলোনা সমতা ফেরানোর চেষ্টায় আক্রমণের ধার বাড়াতে থাকে। ফলে ম্যাচের ৫৩ মিনিটে পাও ভিক্টর গোল করে ব্যবধান কমান। কিন্তু ৭২ মিনিটে বুদিমির, পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করে ওসাসুনাকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন। আবার ৮৫ মিনিটে দলের চতুর্থ গোল এবং জয়সূচক গোলটি করেন অ্যাবেল ব্রেটনস। অবশেষে ৮৯ মিনিটে বার্সার হয়ে একটি গোল করে ব্যবধান কমান পরিবর্ত হিসাবে নামা লামিন ইয়ামাল। অবশেষে ৪-২ গোলে হেরেই এই মরশুম লা লিগায় প্রথম পরাজয় স্বীকার করল বার্সেলোনা। তবুও লিগের শীর্ষ স্থানেই রয়েছেন হ্যান্সি ফ্লিকের দল। দ্বিতীয় স্থানে রয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।