ফুটবল
বসুন্ধরা কিংসকে হারিয়ে এএফসি কাপের প্লে-অফ নিশ্চিত করল ওড়িশা
কথা রাখলেন অমরিন্দর সিং। যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানকে হারানোর পর তিনি বলে গিয়েছিলেন শেষ ম্যাচে বসুন্ধরাকে হারিয়ে দেশের সম্মান রক্ষা করবেন। আজ ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে নিজেদের ঘরের মাঠে বসুন্ধরা কিংসকে ১-০ গোলে হারালো সের্জিও লোবেরার দল। আজকের ম্যাচে এক পয়েন্ট পেলেই প্লে-অফে খেলার টিকিট পাকা করতে পারতো বাংলাদেশের ক্লাবটি। প্রথমার্ধে দু’পক্ষের আক্রমণাত্মক ফুটবলে গোলশূন্য থাকে ফলাফল। তবে প্রথমার্ধের শেষ দিকে দশজনে হয়ে যায় বসুন্ধরা কিংস। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তাদের মাঝমাঠের ফুটবলার গাফুরভ।
দশ জনের বসুন্ধরা কিংসকে বাগে পেয়ে চেপে ধরে ওড়িশা এফসি। ৬১ মিনিটে মোর্তাদা ফলের করা গোলে এগিয়ে যায় লোবেরার দল। সেই গোল পরিশোধ করার সুযোগ পেলেও ম্যাচে সমতা ফেরাতে পারেনি বসুন্ধরা কিংস। ম্যাচের একেবারে শেষ মিনিটে ভালো জায়গায় ফ্রি কিক পেয়েছিল বসুন্ধরা। তবে গোল তুলতে পারেনি তারা। ঘরের মাঠে বসুন্ধরা কিংসকে বধ করে এএফসি কাপের প্লে-অফে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে ওড়িশা এফসি।