আন্তর্জাতিক ফুটবল
২০০৩-এর পর প্রথমবারের জন্য ব্যালন ডি’অরের নমিনেশনে নাম নেই মেসি ও রোনাল্ডোর
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০০৩ সালের পর থেকে এই প্রথমবারের জন্য ব্যালন ডি’অরের নমিনেশনে নাম নেই লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। বুধবার প্রকাশিত হওয়া ৩০ জন ফুটবলারের নামের সূচিতে নাম নেই ফুটবল জগতের এই দুই মহাতারকার।
মেসি এবং রোনাল্ডো দুজনে যৌথভাবে ১৩ বার ব্যালন ডি’অর জিতেছেন যেখানে মেসি ৮ বার ব্যালন ডি’অর জিতে বিশ্বফুটবলের রেকর্ড তৈরি করেছেন। প্রথমবারের জন্য মেসি ব্যালন ডি’অর জিতেছিলেন ২০০৯ সালে এবং এর পাশাপাশি রোনাল্ডো জিতেছেন ৫টি ব্যালন ডি’অর খেতাব।
মেসি-রোনাল্ডোর জায়গা না হলেও বিশ্ব ফুটবলের পরিচিত নামের মধ্যে ভিনিসিয়াস জুনিয়র, রদরি, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড এবং হ্যারি কেনের নাম নমিনেশনে রয়েছে। ২০২৩-২৪ মরসুমের রিয়াল মাদ্রিদকে ১৬তম লা লিগা খেতাব জেতানোর পেছনে ভিনিসিয়াস এবং বেলিংহামের অবদান ছিল অনেকটাই। তাছাড়াও হালান্ড প্রিমিয়ার লিগে এবং হ্যারি কেন বুন্দেসলিগায় অসংখ্য গোল করে তাদের দলকে খেতাব জয়ের দৌড়ে রেখেছিলেন।
এছাড়াও মহিলা বিভাগে নমিনেশনে পেয়েছেন আমেরিকা মহিলা ফুটবল দলের ৫ জন ফুটবলার যারা অলিম্পিক ২০২৪-এ আমেরিকার গোল্ড মেডেল জয়ে প্রধান ভূমিকা নিয়েছেন। তাঁরা হলেন, ক্যাপ্টেন লিন্ডসে হোরান, গোলকিপার আলিসা নাহের এবং আক্রমণভাগের তিন ফুটবলার ত্রীনীতি রোডম্যান, সোফিয়া স্মিথ এবং ম্যালোরি স্যানসন। এছাড়াও স্পেন দল থেকে আইটানা বনমাটি, মারিওনা কালডেন্টে, পাত্রী গুইজারো, সালমা পরলুইলো এবং আলেক্সিয়া পুটেলাসদের নাম রয়েছে নমিনেশন তালিকায়। এবার দেখার এই তারকাখচিত নামের মধ্যে কার হাতে অক্টোবরের ২৮ তারিখ উঠতে চলেছে ব্যালন ডি’অরের শিরোপা।