আন্তর্জাতিক ফুটবল
চোট সারিয়ে দলে ফিরেই ইতিহাসে নাম লেখালেন নেইমার
রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ চোটের জন্য গত একবছর ব্রাজিলের জার্সিতে মাঠে নামা হয়নি নেইমারের। একের পর এক চোট যেন ছোট করে দিচ্ছে নেইমারের ফুটবল কেরিয়ার। বিশ্বকাপ চলাকালীন চোট পেয়ে ছিটকে যান ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। শেষ পর্যন্ত চোট সারিয়ে দলে ফিরলেন। শুধু দলেই ফিরলেন না, দলকে জয়ও এনে দিলেন। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। নেইমারের সামনে লক্ষ্য ছিল ইতিহাস স্পর্শ করার। এদিন মাত্র একটি গোল করতে পারলেই ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার আসনে বসার সুযোগ ছিল তার সামনে। করলেনও তাই। শুরুতেই পেনাল্টি থেকে সহজ সুযোগ নষ্ট না করলে প্রথমার্ধেই ইতিহাস গড়ে ফেলতেন নেইমার।
কিন্তু সেই মাহেন্দ্রক্ষণের জন্য তাকে অপেক্ষা করতে হল ম্যাচের ৬১ মিনিট পর্যন্ত। প্রথমার্ধেই গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন রডরিগো এবং র্যাফিনহা। দ্বিতীয়ার্ধেও চলতে থাকে সাম্বা ম্যাজিক। ৫৩ মিনিটের মাথায় আবারও ব্যবধান বাড়ান রডরিগো। ৬১ মিনিটে এল সেই বহু প্রতীক্ষিত মুহুর্ত। নেইমারের পা ছুঁয়ে বল জালে জড়াতেই চেনা ছন্দে সেলিব্রেশন। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে টপকে গেলেন নেইমার জুনিয়র। দেশের জার্সিতে ৭৮ তম গোলটি করলেন তিনি এবং সেই সঙ্গেই ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা হিসাবে তার নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল। ম্যাচের একেবারে শেষ মুহুর্তে নিজের দ্বিতীয় গোলটি করলেন নেইমার। ৫-১ গোলে বলিভিয়াকে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের অভিযান শুরু করল ব্রাজিল।