ফুটবল
এএফসি চ্যাম্পিয়নস লিগে আল হিলালের বিরুদ্ধে ২-০ গোলে হার মুম্বই সিটি এফসির
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: এএফসি চ্যাম্পিয়নস লিগে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি মুম্বই সিটি এফসি। আল হিলালের ঘরের মাঠে গিয়ে ৬-০ গোলে পর্যুদস্ত হয়েছিল দেজ বাকিংহামের দল। সেই রেশ বজায় থাকলে মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে। এবার ৬ গোল হজম করতে না হলেও মুম্বই হারল ২-০ গোলে। প্রথমার্ধে কোন পক্ষই গোল করতে পারেনি। স্বাভাবিক ভাবেই ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করেছিল সৌদি আরবের ক্লাবটি। ম্যাচের প্রথম কোয়ার্টারে আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়েই খেলা এগিয়ে চলে। আল হিলালের কাছে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগ চলে এসেছিল ম্যাচের ২৩ মিনিটে। তবে পুর্বা লেচেম্পার অনবদ্য সেভ সে যাত্রায় মুম্বই সিটিকে রক্ষা করে। প্রথমার্ধের শেষে ৭৫ শতাংশ বল পজিশন নিয়েও ম্যাচে এগিয়ে যেতে ব্যর্থ হন মিত্রোভিচরা।
মুম্বই সিটি এফসির বিপদ ঘনায় দ্বিতীয়ার্ধের শুরুতেই। ম্যাচের ৫৫ মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মেহতাব সিংকে মার্চিং অর্ডার দেন রেফারি। দশ জনের মুম্বইকে বাগে পেয়ে আরও বেশি ঝাঁঝাল হয়ে ওঠে আল হিলালের আক্রমণভাগ। বাম প্রান্ত থেকে উড়ে আসা বল হেড করে জালে জড়িয়ে দেন মিখায়েল। মুম্বই রক্ষণের প্রায় এক ঘন্টার অদম্য লড়াই শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয়। রেগুলেশন টাইমের কিছু সময় আগে আল হিলালের হয়ে জয়সূচক গোলটি করেন মিত্রোভিচ। যদিও ৮৩ মিনিটের মাথায় নাসেরের শট ক্রস বারে লেগে ফিরে না এলে আরও ব্যবধান বাড়াতে পারতেন তারা। মুম্বই সিটি এফসির দুরন্ত রক্ষন এবং পুর্বা লেচেম্পার অনবদ্য কিছু সেভের জন্যই আরও ব্যবধান বাড়াতে পারেনি আল হিলাল। এই হারের পর ৪ ম্যাচে এখনও খাতা খুলতে না পেরে লাস্ট বয় হয়েই রয়ে গেল দেজ বাকিংহামের দল। আল হিলাল চার ম্যাচে দশ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষেই রইল।