আইএসএল

ISL 2024/25: দলের আক্রমণাত্মক ফুটবল এবং রক্ষণে গোল হজম না করায় যথেষ্ট খুশি কোচ হোসে মোলিনা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বেঙ্গালুরু ম্যাচে ৩-০ ব্যবধানে হারের পর, ঘুরে দাঁড়িয়েছে মোহনবাগান। ইতিমধ্যেই কলকাতার দুই প্রধান মহামেডান এবং ইস্টবেঙ্গলকে হারিয়ে পরপর জয় তুলে নিয়েছিল হোসে মোলিনার ছেলেরা। বুধবার হায়দ্রাবাদকে হারিয়ে তিন ম্যাচে তিনটি জয় তুলে এনেছে তাঁরা। যদিও ম্যাচের আগে মোলিনা বলেছিলেন যে হায়দ্রাবাদকে হারতে যথেষ্ট পরিশ্রম করতে হবে তাঁদের। তবে মাঠে বাগান ফুটবলাররা হেলায় হারাল নিজামসদের। দেখে মনেই হলোনা যে কিছুদিন আগেই মহামেডানকে ৪-০ গোলে হারিয়ে এসেছে থাংবই সিংটোর ছেলেরা।

বুধবার আইএসএলে শততম ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপারজায়ান্ট। সেই ম্যাচের ৩৭ মিনিটে মনবীর সিং এবং ৫৫ মিনিটে শুভাশিস বোসের গোলে জয় পায় সবুজ-মেরুন ব্রিগেড। ফলে শেষ তিন ম্যাচে সাতটি গোল করেছেন ফুটবলাররা এবং একটিও গোল হজম করতে হয়নি তাদের। এই টানা জয়ের ফলে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্রেগ, সাহাল, কামিন্সরা। দলের এই খেলায় খুবই খুশি কোচ হোসে মোলিনা। ম্যাচের পর তিনি বলেন, “টানা জয় এবং গোল হজম না করায় খুব খুশি আমি। ম্যাচটা সহজ ছিলনা। হায়দ্রাবাদের আক্রমণে তীব্রতা ছিল। ফলে তাঁরা আমাদের প্রথম থেকেই চাপে রাখার চেষ্টা করছিল। তবে আমাদের ডিফেন্ডাররা ভালভাবে নিজেদের গুছিয়ে রাখতে পেরেছে। যার ফলে কোনও গোল হজম করতে হয়নি আমাদের”।

দুই গোলে জিতলেও অনেক গোলের সুযোগ হাতছাড়া করেছে বাগান ফুটবলাররা, নাহলে ব্যবধান আরও বাড়তে পারত। সেই বিষয়ে মোলিনা বলেন, “ওদের চেয়ে আমরাই পায়ে বল বেশি রাখতে পেরেছি এবং বেশি গোলের সুযোগও তৈরি করেছি। দ্বিতীয়ার্ধের শেষের দিকে আমরা অনেক সুযোগ পেয়েছি। প্রথমে মনবীরের গোলের পর থেকেই আমরা ম্যাচটা নিয়ন্ত্রণে নিয়ে চলে আসি। তবে সব মিলিয়ে দলের এই প্রদর্শনে আমি খুশি”। এছাড়া এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুই থেকে ছিটকে গিয়েছে মোহনবাগান। যার ফলে ডার্বি ম্যাচের পর দীর্ঘ দশ দিনের বিরতি পেয়েছে বাগান ফুটবলাররা। এই ম্যাচের পর আবার নভেম্বরের ১০ তারিখ মাঠে নামবে মোহনবাগান। সেখানেও একটা লম্বা অবকাশ। যদিও এতটা অবকাশ চিন্তায় রাখছে মোলিনাকে। তিনি বলছেন, “এশিয়ার মঞ্চে নিজেদের মেলে ধরার একটা সুযোগ ছিল আমাদের কাছে। সেখানে খেলতে পারলে খুব ভাল হত। সেই কারণেই আমাদের আইএসএল ম্যাচগুলোর মাঝে অনেকটা বিরতি থেকে যাচ্ছে। যার ফলে ফুটবলাররা অনেক বিশ্রাম পাচ্ছে এবং আমরাও আমাদের শারীরিক ও কৌশলগত সমস্যাগুলোর সমাধান করার জন্য অনেকটা সময় পেয়ে যাচ্ছি। কিন্তু এটা আমাদের হাতে নেই, তাই যেরকমভাবে চলবে আমাদেরও সেরকমভাবেই চলতে হবে”।

তবে এর মাঝে দীপাবলির ছুটি কাটানোর সময় পেয়ে যাচ্ছেন বাগান ফুটবলাররা। সেই বিষয়ে মোলিনা বলেন, “একদিকে ভাল যে ফুটবলাররা নিজেদের পরিবার নিয়ে ছুটি কাটানোর সময়টা পেয়ে যাচ্ছে। তবে এই ছুটি কাটিয়েই কঠোর পরিশ্রমে নেমে পড়তে হবে আমাদের। পরের ম্যাচ আমাদের ওড়িশা এফসির বিরুদ্ধে। সেটা যথেষ্ট কঠিন ম্যাচ এবং সেই ম্যাচে ভাল ফল করতে হলে নিজেদের সেরা ফুটবলটা খেলতে হবে আমাদের”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version