ফুটবল

তিন সহকারী নিয়ে শহরে আসছেন মোলিনা

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: আসন্ন মরশুমের জন্য মোহনবাগান দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে স্প্যানিশ কোচ মোলিনার হাতে। আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসের দিন নিজেদের মাঠে অনুশীলন শুরু করবে সবুজ-মেরুন ব্রিগেড। বৃহস্পতিবার মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল তিন সহকারীকে নিয়ে ভারতে আসছেন মোলিনা। শেষ বিশ্বকাপে স্পেনের জাতীয় দলের স্পোর্টস ডিরেক্টর ছিলেন তিনি।

আসন্ন মরশুমের জন্য নিজের তিন সহকারীকে বেছেও নিয়েছেন ইতিমধ্যে। মোলিনার সঙ্গে বিদেশি সহকারী কোচ থাকবেন সার্বিয়ার ইগর তাসেভেস্কি। ভারতীয় সহকারী কোচ হিসাবে কাজ করবেন বাস্তব রায়। এর আগেও মোলিনা যখন ভারতে এটিকের হয়ে কোচিং করিয়েছিলেন, তখন তাঁর সহকারী ছিলেন বাস্তব রায়। মোলিনার দলে গোলকিপার কোচ হয়ে আসছেন স্প্যানিশ কোচ ফ্রান্সিসকো মার্টিনেজ নিওন। এছাড়াও ফিটনেস কোচ হলেন সের্জিও গার্সিয়া, দলের চিকিৎসক নেলসন পিন্টো, ফিজিও হিসাবে থাকবেন অভিনন্দন চ্যাটার্জি এবং কিংশুক ভুঁইয়া এবং টিম ম্যানেজার অভিষেক ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version