ফুটবল
বিষাদের বিজয়া দশমীর রাতে থামল মোহনবাগানের জয়রথ
রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ “উইনিং ইজ এ হ্যাবিট” এই কথাটাই বাস্তবে করে দেখাচ্ছিল মোহনবাগান। আইএসএল, ডুরান্ড কাপ, এএফসি কাপ মিলিয়ে টানা দশ ম্যাচে জয়ের পর বসুন্ধরা কিংসের কাছে আটকে গেল জুয়ান ফেরান্দোর ব্রিগেড। খাতায় কলমে এগিয়ে থেকেই মাঠে নেমেছিল মোহনবাগান। তবে চলতি মরশুমে ভালোই ছন্দে রয়েছে বসুন্ধরা কিংস। কিন্তু কোথাও যেন রক্ষণের ভুলেই মাশুল গুনতে হল জুয়ান ফেরান্দোকে। আনোয়ার আলি, ব্রেন্ডন হ্যামিল এবং হেক্টর ইয়ুস্তেকে রক্ষণে রেখেই দল সাজিয়েছিলেন বাগান কোচ। আশীষ রাই এবং লিস্টন কোলাসো দুই উইংয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন।
প্রথমার্ধেই দিমিত্রি পেত্রাতসের গোলে এগিয়ে যায় মোহনবাগান। তবে সেই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সবুজ মেরুন ফুটবলাররা। মাত্র চার মিনিটের ব্যবধানে গোল করে দলকে সমতায় ফেরান ডোরেইল্টন। দ্বিতীয়ার্ধে আরও আক্রমনাত্মক হয়ে ওঠে মোহনবাগান। গোলের খোঁজে একের পর এক আক্রমণ শানাতে থাকে বিপক্ষ পেনাল্টি বক্সে। প্রত্যাশিত গোল টাও পেয়ে যায় তারা। ম্যাচের বয়স যখন ৫৪ মিনিট আশীষ রাইয়ের করা গোলে ম্যাচে দ্বিতীয় বারের জন্য এগিয়ে যায় মোহনবাগান। কিন্তু ভুল করে বসেন গোলদাতা নিকেই। ৬৯ মিনিটের মাথায় বক্সের মধ্যে অনিচ্ছাকৃত ফাউল করেন আশীষ রাই। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনহো।
এরপর বেশ কয়েকবার সুযোগ তৈরি করলেও কোন পক্ষই গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ২-২ গোলে ম্যাচ শেষ হয়। ড্র করলেও তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষেই থাকল মোহনবাগান। এবার ফিরতি লিগের খেলা। মোহনবাগানের হাতে একটি মাত্র ঘরের মাঠে ম্যাচ বাকি রয়েছে। এখন দেখার ন্যূনতম কত পয়েন্ট অর্জন করতে পারলে পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা পাকা করতে পারবে সবুজ মেরুন ব্রিগেড।