ফুটবল
শক্তিশালী ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে তিন পয়েন্টেই নজর বাস্তব রায়ের
রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ রবিবার কলকাতা লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে মোহনবাগান। ইতিমধ্যেই সুপার সিক্সে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে বাস্তব রায়ের ছেলেরা। তবে শেষ ম্যাচে ডায়মন্ড হারবার এফসিকে হারিয়ে সুবিধাজনক জায়গায় পৌঁছাতে চায় সবুজ মেরুন ব্রিগেড। এক ম্যাচ বাকি থাকতে ২৪ পয়েন্টে রয়েছে তারা। শেষ ম্যাচে পুরো তিন পয়েন্টের জন্যই ঝাঁপাবে দল। গত ম্যাচে দুটি হলুদ কার্ড দেখার দরুন রবিবার ডাগ আউটে থাকতে পারবেননা কোচ বাস্তব রায়। তার জায়গায় দলের দায়িত্ব সামলাবেন তারই সহকারী বিশ্বজিৎ ঘোষাল এবং গোলকিপার কোচ অভ্র মন্ডল। ভারতের অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের ফুটবলার সুহেল বাট, নামতে, আর্শ আনোয়াররাও যোগ দিয়েছে দলের সাথে।
মহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে সুহেলদের ছাড়াই বেশ বেগ দিয়েছিলেন টাইসনরা। সুতরাং, সুহেল, নামতেদের অন্তর্ভুক্তি দলে আরও বেশি শক্তি সঞ্চার করবে বলে মনে করছেন কোচ বাস্তব রায়। ডায়মন্ড হারবার এফসিকে যথেষ্ট সমীহ করছে মোহনবাগান। তারা মোহনবাগানের আগেই সুপার সিক্সের যোগ্যতা অর্জন করেছে। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকার জন্য কিবু ভিকুনার দলও চাইবে পুরো পয়েন্ট নিয়ে শেষ করতে। তাই আগামীকাল একটা উপভোগ্য ম্যাচ হবে বলেই তিনি মনে করছেন। অপরদিকে ইস্টবেঙ্গলও কিন্তু অনেকটা এগিয়ে আছে মোহনবাগানের থেকে। তাই চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকতে পুরো তিন পয়েন্টের জন্যই লড়াই করবে মোহনবাগান।