ফুটবল
জয়পুরের ‘আশা পাঠশালায়’ স্বপ্নের মোহন তরী
রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ মাঠের পাশাপাশি মাঠের বাইরেও সর্বদা সক্রিয় সবুজ মেরুন সমর্থকেরা। নিজেদের আবেগ, ঐতিহ্যের রেশটুকু সকলের সাথে ভাগ করে নেওয়াই যেন তাদের পরম্পরা। এবারেও ব্যতিক্রম নয় স্বপ্নের মোহন তরী। পুজোর আনন্দ ভাগ করে নিতে প্রতিবছর স্বপ্নের মোহন তরী র সদস্য রা বৃদ্ধাশ্রম বা অনাথ আশ্রমে উপস্থিত থাকে।
এই বছরে স্বপ্নের মোহন তরীর গন্তব্য ছিলো জয়পুর এর আশা পাঠশালায়। প্রায় ৫০ জন কচিকাঁচা দের হাতে নতুন জামাকাপড় ছাড়াও সবুজ মেরুন রঙের স্কুল ব্যাগ, পড়াশোনার যাবতীয় সামগ্রী তুলে দেওয়া হয়। আনন্দ দ্বিগুন হয় বাচ্চাদের সাথে কেক কাটা ও পিকনিক এর আমেজে দুপুরের খাওয়া দাওয়ার মাধ্যমে। এভাবেই বেঁচে থাকুক মানবতা, এভাবেই ছড়িয়ে পড়ুক সম্পর্ক।