ফুটবল
ACL 2: স্ট্রাইকারদের ব্যর্থতায় ঘরের মাঠে ড্র মোহনবাগানের…
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়েন্ট। গোটা ম্যাচ জুড়ে ছন্নছাড়া ফুটবল। ফলে যা হওয়ার তাই হল। প্রথম ম্যাচেই রাভসন কুলোবের সঙ্গে গোলশূন্য ড্র করল মোহনবাগান।
প্রথমার্ধ থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে মোহনবাগান দল। কিন্তু সেই আক্রমণ রুখতে এফসি রাভসন দলও নিজেদের রক্ষণকে মজবুত করে নেয়। জেসন কামিন্স, দিমিরা মিলে বার বার আক্রমনে গেলেও প্রথমার্ধে তারা একটিও গোলমুখী শট মারতে পারেননি। অপরদিকে রাভসন দল মাঝে মধ্যেই আক্রমণে উঠে আসছিল। ম্যাচের ২৭ মিনিটে তাদের আক্রমণভাগের খেলোয়াড় মুহাম্মদজন রহিমভ একটি শটে বিশাল কাইথকে কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছিলেন। বিশাল কাইথ শটটি কোনওরকমে বাঁচালেও, সেটি তাঁর হাত ফস্কে গোলের দিকে যাচ্ছিল। তবে তিনি তৎক্ষণাৎ বলটির দখল নিয়ে বাগানকে বিপদ থেকে বাঁচান। প্রথমার্ধে বাগান মাঝমাঠ বারবার চেষ্টা করেও রাভসন রক্ষণকে পরাস্ত করতে পারেননি। ৪৩ মিনিটে একটি সুযোগ পায় মোহনবাগান। পেত্রাতোস একটি ফ্রি-কিক নিলে শুভাশিস বক্সের মধ্যে হেড করলেও সেই শট এতটাই নির্বিষ ছিল যে বিপক্ষের গোলরক্ষক তা সহজেই বাঁচিয়ে দেন।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে গতি বাড়ায় মোহনবাগান। পরিবর্ত হিসেবে মাঠে আসেন লিস্টন এবং আপুইয়া। কিন্তু আক্রমণ চালিয়ে যাওয়া সত্বেও কামিন্স, দিমিরা কাজের কাজটা করে উঠতে পারছিলেন না। খেলার ৭৫ মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া করে বসেন কামিন্স। গোলরক্ষককে একা পেয়ে গিয়েও হাতে বল মেরে বসেন তিনি। তার মাঝে রাভসন দলের খেলোয়াড়রাও অনেকবার গোলমুখী আক্রমণ করে। কিন্তু গোল পাননি তারাও। ৮৭ মিনিটে স্টুয়ার্ট দারুন একটি পাস বাড়ালেও লিস্টন সকলকে অবাক করে বলটি বাইরে মারেন। দ্বিতীয়ার্ধের সংযোজিত সময়ে দিমি বল জালে জড়িয়ে দিলেও অফসাইডের জন্য সেই গোলটি বাতিল করা হয়। ০-০ ফলাফলেই খেলা শেষ করে দুটি দল। তবে ধারেভারে অনেকটাই এগিয়ে থাকা মোহনবাগান শেষ মুহূর্তের গোল মিসের জন্য ঘরের মাঠে পয়েন্ট তুলতে ব্যর্থ হল।