ফুটবল

ক্লাবের প্রতিষ্ঠা দিবসেই এএফসি কাপে মাঠে নামবে মোহনবাগান

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ গত মরশুমে জোনাল সেমিফাইনালে পৌঁছেও হতাশ হতে হয়েছিল সবুজ মেরুনকে। এবার সেই হতাশা কাটিয়ে নতুন করে শুরু করতে চান জুয়ান ফেরান্দো। এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে মোহনবাগান। তবে এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডে খেলার তারিখ নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। তবে এএফসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল ১৫ই অগাস্টই খেলতে হবে মোহনবাগানকে। আসলে ১৫ই অগাস্ট একদিকে যেমন ভারতের স্বাধীনতা দিবস, অন্যদিকে মোহনবাগানের প্রতিষ্ঠা দিবস। কলকাতার বিভিন্ন প্রান্তে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সেই কারনেই পুলিশের অনুমতি পেতে সমস্যা হতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল। যদিও এফসির পক্ষ থেকে এখনও জানানো হয়নি মোহনবাগানের ম্যাচটি কোন মাঠে খেলা হবে।

তবে সদর্থক বিষয়টি হল ক্লাবের প্রতিষ্ঠা দিবসে এমন একটা বড় প্রতিযোগিতায় মাঠে নামবে দল। ৮ই অগাস্ট ভুটানের পারো এফসি এবং নেপালের মাচিন্দা এফসির মধ্যে বিজয়ী দলের মুখোমুখি হবে সবুজ মেরুন ব্রিগেড। ১৫ই অগাস্ট ম্যাচ জিততে পারলে মোহনবাগানের পরের ম্যাচ ২২ অগাস্ট। প্লে অফ খেলতে হবে অন্যদিকের প্রিলিমিনারি থেকে জয়ী দলের বিরুদ্ধে। ডুরান্ড কাপ কলকাতা লিগের সাথেই চলবে এএফসি কাপের খেলা। জুয়ান ফেরান্দোর পাখির চোখ এখন এএফসি কাপ। সেই লক্ষ্য নিয়েই জোড় কদমে অনুশীলন করাচ্ছেন তিনি। গত মরশুমের থেকে ভালো ফল করে মোহনবাগানকে সাফল্য এনে দিতে চান ফেরান্দো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version