আইএসএল

ISL: আইএসএলে ফিরতি ডার্বি জিতে লিগ শীর্ষে মোহনবাগান

Published

on

সৌরভ রায়: অঙ্কের বিচারে প্রতিপক্ষের থেকে বহু যোজন এগিয়ে থেকেই মাঠে নেমেছিল আন্তোনিও লোপেজ হাবাসের দল। ম্যাচ শেষে সেটাই প্রমাণিত। নব্বই মিনিটের লড়াইয়ে ৩-১ গোলে ইস্টবেঙ্গলকে হারালো মোহনবাগান। ম্যাচের বয়স তখন সবে ১২ মিনিট। বাগান গোলরক্ষকের ভুলে পেনাল্টি পেয়ে যায় ইস্টবেঙ্গল। সেই পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করতে পারলে ম্যাচের ফল কি হতে পারতো তা বলা মুশকিল। তবে ক্লেইটন সিলভার দুরন্ত স্পটকিক শরীর ছুঁড়ে বাঁচিয়ে দেন বিশাল। বিশালের দস্তানার জোরেই যেন ইস্টবেঙ্গলকে ফুতকারে উড়িয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেড।

আইএসএলের ফিরতি ডার্বির প্রথমার্ধ মোহনবাগানের হলে দ্বিতীয়ার্ধটা অবশ্যই ইস্টবেঙ্গলের। ২৭ মিনিটে মোহনবাগানকে এগিয়ে দেন জেসন কামিন্স। দিমিত্রি পেত্রাতোসের জোরালো শট গিলের হাতে বাঁধা পায়। ফিরতি বল জালে জড়াতে ভুল করেননি কামিন্স। মাত্র দশ মিনিটের ব্যবধানে লিড দ্বিগুণ করেন লিস্টন কোলাসো। এক্ষেত্রেও গোলের নেপথ্যের কারিগর সেই দিমিত্রি। বক্সের মধ্যে গোল লক্ষ্য করে দুরন্ত একটি শট নেন দিমিত্রি। সেই শট পোস্টে লেগে আবার তাঁর কাছেই ফিরে আসে। ওতপাতা শিকারির মত গোলমুখে অপেক্ষা করছিলেন লিস্টন কোলাসো। এবার দিমিত্রির নিখু পাস খুঁজে নেয় লিস্টনকে। আলতো টোকায় বল জালে জড়িয়ে দেন তিনি। বিরতির বাঁশি বাজার কিছু আগে মোহনবাগানের তৃতীয় গোলটি আসে পেনাল্টি থেকে। সাজঘরে যাওয়ার আগেই মোহনবাগানের পক্ষে ব্যবধান ৩-০ করে ফেলেন দিমিত্রি।

দ্বিতীয়ার্ধে দলে কিছু পরিবর্তন এনেই খেলার রাশ হাতে নিয়ে নেন কার্লেস কুয়াদ্রাত। তারই ফলস্বরূপ ৫৩ মিনিটের মাথায় ব্যবধান কমায় ইস্টবেঙ্গল। বক্সের বাইরে থেকে মাপা বল বাড়ান ক্লেইটন। সেই বল বক্সের মধ্যে রিসিভ করেই শূন্যেই ভলিতে শট নেন সউল ক্রেসপো। এর কিছু পরেই ক্লেইটনের দুর্দান্ত একটি হেডার রুখে দেন বিশাল। দ্বিতীয়ার্ধে মোহনবাগান বক্সে একের পর এক আক্রমণ তুলে আনে ইস্টবেঙ্গল। যদিও শেষ পর্যন্ত আর গোল ব্যবধান কমাতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। ৩-১ গোলে ডার্বি জিতে লিগ টেবিলের শীর্ষ স্থান দখল করল মোহনবাগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version