আইএসএল

ISL 2023/24: দিমিত্রি, কামিন্স, মনবীরের গোল! চেন্নাইয়নকে ৩-১ গোলে হারিয়ে লিগ শীর্ষে মোহনবাগান

Published

on

শুভম মন্ডল, চেন্নাই: আগামীকাল অর্থাৎ রবিবার ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে নামবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। আর তার ঠিক আগের দিন সেখানকার দল চেন্নাইয়ন এফসি কে ৩-১ গোলে উড়িয়ে দিল মোহনবাগান। ‌ এই জয়ের ফলে চলতি আইএসএলে টানা তৃতীয় জয় পেল জুয়ান ফেরান্দো ব্রিগেড।

এদিন প্রথমার্ধেই প্রতিপক্ষের বিরুদ্ধে কমপক্ষে চার-পাঁচটি গোলের সুযোগ তৈরি করেছিল সবুজ মেরুন ব্রিগেড। অনবদ্য খেলা উপহার দিয়ে একাই হ্যাট্রিক করতে পারতেন সাহাল আব্দুল সামাদ। তবে তিনি সহজ সুযোগগুলি হেলায় হারান। এদিন ম্যাচে একবারও মনে হয়নি মোহনবাগান অ্যাওয়ে ম্যাচ খেলছে। শুরু থেকেই বক্সের মধ্যে ঝড় তোলেন দিমিত্রি পেত্রাতস, জেসন কামিন্সরা। দলের হয়ে ২২ মিনিটের মাথায় প্রথম গোল করেন দিমিত্রি। বক্সের বাইরে থেকে দারুণ একটি ক্রস রাখেন সাহাল, সেখান থেকে হেডের সহজেই গোল করে যান দিমি। এর পরবর্তী সময়ে সাহাল একাই অন্তত তিনটি গোল করতে পারতেন, কিন্তু ভাগ্য দেবতা এদিন তার সঙ্গে ছিল না। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে দলের ফলাফল ২-০ করে দেন কামিন্স।

দ্বিতীয়দের শুরু থেকেই গোল শোধ করার চেষ্টায় মরিয়া হয়ে ওঠে চেন্নাইয়ন। ৫৫ মিনিটের মাথায় তাদের সেই চেষ্টা সফল হয়। ফ্রি কিক থেকে গোল করেন রাফায়েল ক্রিভেলারো। তবে তাঁর শট শুভাশিস বসুর গায়ে না লাগলে হয়তো সেভ করতেন বিশাল কাইথ। যদিও সেই হাসি বেশি ক্ষণ স্থায়ী হয়নি চেন্নাইয়ের। পরের মিনিটেই গোল করে ব্যবধান দু’গোলের করেন মনবীর সিংহ। এই গোলের পেছনেও অবদান ছিল সাহালের। অবলীলায় প্রতিপক্ষের ৪ ডিফেন্ডারকে কাটিয়ে মনবীরের উদ্দেশ্যে বল বারান তিনি। সহজেই গোল করে যান মনবীর।‌ শেষ পর্যন্ত এই ফলাফলই থাকে এবং জয় লাভ করে সবুজ মেরুন ব্রিগেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version