ফুটবল
দিমিত্রি-মানবীরকে ছাড়াই ভুবনেশ্বর পৌঁছাল মোহনবাগান দল
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: এএফসি কাপে লজ্জাজনক পরাজয়ের পর ঘুরে দাঁড়াতে মরিয়া মোহনবাগান। মরশুমের শুরুটা বেশ ভালোই করেছিল জুয়ান ফেরান্দোর ছেলেরা। তবে হঠাৎই ছন্দপতন। এবার কিন্তু আইএসএলে শীর্ষ স্থান ধরে রাখার লড়াই, সামবে হায়দ্রাবাদ এফসি। লিগ টেবিলের একেবারে তলানিতে রয়েছে তারা। তবুও হায়দ্রাবাদকে সমীহ করছেন জুয়ান ফেরান্দো। কারন তিনি জানেন হায়দ্রাবাদ ম্যাচেও তার সেরা একাদশকে মাঠে নামাতে পারবেননা তিনি। চোটের জন্য হায়দ্রাবাদ ম্যাচ খেলতে দলের সাথে জাননি দিমিত্রি এবং মানবীর। চোটের জন্য অনেকদিন বাইরে রয়েছেন আনোয়ার আলি। আনোয়ারের অনুপস্থিতিতে খুব নড়বড়ে লাগছে সবুজ মেরুন রক্ষণকে।
দিমিত্রির অনুপস্থিতি শক্তি কমিয়েছে আক্রমণভাগে। সামনে দুর্বল প্রতিপক্ষ হলেও নিজের দল নিয়ে সাবধানী বাগান কোচ। হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলতে শুক্রবার ওড়িশা পৌঁছাল সবুজ মেরুন ব্রিগেড। দুপুর ১:৪০ মিনিট নাগাদ কামিন্স-হুগোদের বিমান অবতরণ করে। বিমানবন্দর থেকে সবুজ মেরুন ফুটবলাররা টিম হোটেলে পৌছালেন দুপুর সোয়া দুটোয়। শনিবার রাত ৮:০০ টায় ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে হায়দ্রাবাদের মুখোমুখি হবে মোহনবাগান। এখন দেখার দিমি-মানবীরকে ছাড়াই তিন পয়েন্ট তুলে নিতে পারেন কিনা জুয়ান ফেরান্দো?