ফুটবল
জয় দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করল মোহনবাগান
রে স্পোর্টজ নিউজ ডেস্কঃ দীর্ঘ তিন বছর পর কলকাতা লিগে দল নামাল মোহনবাগান। ক্লাবের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল ফাউন্ডেশন লিগের যুব দল নিয়ে মাঠে নামবেন কোচ বাস্তব রায়। বুধবার নৈহাটি স্টেডিয়ামে পাঠচক্রের বিরুদ্ধে এবারের কলকাতা লিগের অভিযান শুরু করল মোহনবাগান। সুহেল ভাট, নাওরেম, টাইসনদের নিয়ে দল সাজিয়েছিলেন বাস্তব রায়। সিনিয়র দল থেকে সুযোগ পেয়েছেন গোলরক্ষক আর্শ আনোয়ার এবং ডিফেন্ডার সুমিত রাঠি। অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন সুমিত। প্রথম ম্যাচে একটু এলোমেলো খেলা হলেও ম্যাচের শুরুতেই গোল তুলে নিয়েছিল মোহনবাগান। একটি কর্ণারকে কাজে লাগিয়ে হেড থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক সুমিত রাঠি। তার কিছুক্ষণ পরেই ম্যাচের দ্বিতীয় গোলটি পেয়ে যায় সবুজ মেরুন ব্রিগেড। এংসনের করা গোলে ব্যবধান বাড়ায় মোহনবাগান। প্রথমার্ধেই আরও গোল পেয়ে গেলে অবাক হওয়ার কিছু ছিলনা। সহজ সুযোগ নষ্ট করেন সুহেল, টাইসনরা।
পাঠচক্রের কোচ গোলরক্ষক পরিবর্তন কর ম্যাচে ফেরার চেষ্টা করে৷ কাজও হয়েছিল। বেশ কয়েকবার পাঠচক্রের নিশ্চিত পতন রোধ করলেন তাদের পরিবর্ত গোলরক্ষক কস্তুর রায়। দ্বিতীয়ার্ধেও দ্বিপ্যেন্দুর হেড ক্রসবারে লেগে ফিরে আসেম তবে নজরকাড়া ফুটবল খেললেন নাওরেম এবং হামতে। বেশ কয়েকটা গোলমুখী আক্রমণও তৈরি করলেন। দ্বিতীয়ার্ধে একটু মন্থর লাগলো সবুজ মেরুনের খেলা। সবুজ মেরুন রক্ষণের দুর্বলতাকে কাজে লাগিয়ে বেশ কয়েকবার আক্রমণে উঠে এল পাঠচক্র। দ্বিতীয়ার্ধে মোহনবাগানকে কার্যত আটকেই রাখল বলা যায় পাঠচক্রের খেলোয়াড়েরা। তবে শেষ পর্যন্ত গোলমুখ খুলতে পারেনি তারা। ম্যাচের একেবারে শেষ মুহুর্তে গোল করে দলের জয় নিশ্চিত করলেন টাইসন। একাই বল নিয়ে ডানদিক থেকে উঠে এসে সুন্দর প্লেসমেন্টে বল জালে জড়ালেন তিনি। তবে শেষ মূহুর্তে ডিফেন্সের সামান্য ভুল গোল হজম করতে হল মোহনবাগানকে। পাঠচক্রের হয়ে গোল করলেন সুরোজিত ঘোষ।
৩-১ গোলে পাঠচক্রকে হারিয়ে কলকাতা লিগের অভিযান শুরু করল মোহনবাগান। গোল না পেলেও ম্যাচের সেরা নির্বাচিত হলেন সুহেল ভাট। দলকে জিতিয়ে সমর্থদের সাথে আনন্দে মাতলেন মোহনবাগান খেলোয়াড়েরা। গ্যালারিতে উপস্তিত দর্শকদের সামনে ভাইকিংস ক্ল্যাপ করে মিলে গেলেন সকলের সাথে। দীর্ঘ ব্যবধানের পর মোহন জনতা তাদের প্রাণপ্রিয় দলের জয় নিয়ে হাসি মুখে ঘরে ফিরল।
আইএসএল
ISL 2024/25: আলাদিনের শেষ মুহূর্তের গোলে মহামেডানকে হারাল নর্থইস্ট
সৌরভ মুখার্জী: সোমবার প্রথমবারের জন্য আইএসএল খেলতে নেমছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচকে ঘিরে সকাল থেকেই উত্তেজনা তুঙ্গে ছিল সাদা-কালো জনতার। টিকিটের চাহিদাও ছিল অনেক। নিজেদের প্রিয় দলকে প্রথমবারের জন্য আইএসএলের মঞ্চে খেলতে দেখার জন্য মাঠ ভরাতে মরিয়া ছিলেন সমর্থকেরা। গোটা ম্যাচে সমানে সমানে টক্কর দিয়েও, ম্যাচের একদম শেষ মুহূর্তে আলাদিন আজারীর গোলে ০-১ গোলে ম্যাচ হারতে হল মহামেডানকে।
সোমবার নিজেদের ঘরের মাঠে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে চাইছিল মহামেডান। আক্রমণ চালিয়ে যাচ্ছিল নর্থইস্টের খেলোয়াড়রাও। ম্যাচের ৯ মিনিটের মাথায় জিতিনের বাড়ানো বল থেকে প্রায় গোলের দরজা খুলে ফেলেছিলেন গুইলেরমো ফার্নান্দেজ। তারপর আস্তে আস্তে খেলায় ফিরতে থাকে সাদা-কালো ব্রিগেড। ম্যাচের ৪১ মিনিটে রেমসাঙ্গার হেড একটুর জন্য বাইরে চলে যায়। ফলে প্রথমার্ধের ফলাফল গোলশূন্যই থাকে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা বজায় রেখেছিল মহামেডান। তার মাঝেই আক্রমণ চালিয়ে যাচ্ছিল নর্থইস্টও। খেলার গতির বিপরীতে তারাও চাইছিল গোল তুলে নিতে। ৬৪ মিনিটে জিতিনের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর গোল করার সুযোগ পেলেও হাতছাড়া করে চেরনিশভের ছেলেরাও। তারই মাশুল দিতে হয় তাদের। সংযোজিত সময়ের খেলায় থোই সিংহের বাড়ানো ক্রস থেকে আলাদিন আজইরের করা গোলে জয় তুলে নেয় নর্থইস্ট ইউনাইটেড এফসি। তবে মহামেডান প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করলেও, তাদের লড়াইটা সমস্ত ফুটবল প্রেমীদের মন ছুঁয়ে গেছে এটা বলাই যায়। ২১ সেপ্টেম্বর আইএসএলের পরবর্তী ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হবে সাদা-কালো ব্রিগেড।
ফুটবল
জাতীয় মহিলা দলের নতুন কোচ সন্তোষ কাশ্যপ
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ভারতের মহিলা ফুটবল দলের বিষয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এবার বড় ঘোষণা। সোমবার এআইএফএফ এর পক্ষ থেকে জানানো হয় মহিলা দলের কোচ হতে চলেছেন সন্তোষ কাশ্যপ। আগামী ১৭ ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ। নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে চলা এই প্রতিযোগিতার আগে তাই আগামী ২০ শে সেপ্টেম্বর থেকে প্রস্তুতি শিবির শুরু করছে ২৯ জনের ভারতীয় মহিলা দল ব্লু টাইগ্রেস। আর তার ঠিক আগেই দলে নতুন কোচের নিয়োগ।
এর আগে একাধিক ক্লাবে কোচ হিসেবে নিযুক্ত ছিলেন সন্তোষ কাশ্যপ। সেই তালিকার মধ্যে রয়েছে আই লিগ প্রতিযোগিতার সময়কালীন মোহনবাগান এসি, আইজল এফসি, মুম্বাই এফসি, সালগাঁওকার এফসি ইত্যাদি ক্লাবের নাম। এছাড়াও সম্প্রতি আইএসএল এর নর্থইস্ট ইউনাইটেড এবং উড়িষ্যা এফসিরও এসিস্ট্যান্ট কোচ পদে নিযুক্ত ছিলেন সন্তোষ কাশ্যপ। ৫৮ বছরের অভিজ্ঞ এই কোচ বেছে নিয়েছেন প্রিয়া পিভি এবং রঘুবীর প্রবীণ খানোলকারকে যথাক্রমে নিজের অ্যাসিস্ট্যান্ট কোচ এবং গোলকিপার কোচ হিসেবে। ১৯৮০ সালের নামকরা এই ফুটবলার এদিন এই প্রসঙ্গে বলেন, “জাতীয় দলের কোচ হতে পারা গর্বের বিষয়। আমি ভীষণভাবে কৃতজ্ঞ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট শ্রীযুক্ত কল্যান চৌবের কাছে। পাশাপাশি টেকনিক্যাল কমিটি এবং সমস্ত সিনিয়র সদস্যদের প্রতি ও আমি আমার কৃতজ্ঞতা জানাতে চাই আমাকে জাতীয় মহিলা দলের কোচ হিসেবে সুযোগ দেয়ার জন্য।”
প্রসঙ্গত মহারাষ্ট্রের অনূর্ধ্ব ১৯ মহিলা দলকে দিয়েই নিজের কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন সন্তোষ। ভারতীয় মহিলা দলের কোচ হিসেবে তার প্রাথমিক লক্ষ্য হিসেবে তিনি বলেন, “গত মরশুমের সাফ চ্যাম্পিয়নশিপে আমাদের ফল আশানুরূপ হয়নি। তবে এবছর সঠিক পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আমরা চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখি। আন্তর্জাতিক লেভেলে ফুটবলে প্রতিযোগিতা অনেক বেড়েছে। তাই কোন প্রতিপক্ষকেই হালকা ছলে নেওয়া যাবে না। আর সাফ শুধুমাত্র আমাদের প্রথম পদক্ষেপ। তারপর আমার অনেক বড় পরিকল্পনা রয়েছে এবং আমি বিশ্বাস করি এই দল সেই সমস্ত পরিকল্পনার বাস্তবায়নের সক্ষম।”
আন্তর্জাতিক ফুটবল
জিরোনাকে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শোনা যায় ইয়ামালকে দলে নিতে পিএসজি ২৩০০কোটি টাকার অফার করেছিল বার্সেলোনাকে। কিন্তু সেই অফার ফিরিয়ে দেয় কাতালান ক্লাব। আর সেই লামিন ইয়ামালের জোড়া গোলেই ম্যাচ জিতে লা লিগার শীর্ষেই বিরাজমান থাকল বার্সেলোনা। লা লিগার ম্যাচে ৪-১ গোলে জিরোনাকে হারাল বার্সেলোনা।
মাত্র ১৭ বছর বয়সেই বিশ্বফুটবল তথা বার্সেলোনা সমর্থকদের নয়নের মনি হয়ে উঠেছেন ইয়ামাল। ইতিমধ্যেই ইউরো কাপের মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন তিনি। গত মরশুমটা বার্সেলোনার খুব একটা ভালো যায়নি। মরসশুম শেষে কোচের পদ থেকে সরেছেন ক্লাবের কিংবদন্তি খেলোয়াড় তথা কোচ জাভি। দ্বিতীয় স্থানে গত মরশুম শেষ করলেও, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে ১০ পয়েন্টে পিছিয়ে থাকে তারা।
গত মরশুমে এই জিরোনার কাছে দুটো ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছিল বার্সেলোনাকে। এবার জিরোনাকে তাদেরই ঘরের মাঠে ৪-১ গোলে হারিয়ে বদলা নিল বার্সেলোনা। ম্যাচের ৩০ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন ইয়ামাল। তারপর ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়ামাল। বক্সের ভেতর ডিফেন্ডারদের কাটিয়ে বাঁ পায়ের বাঁকানো শট জালে জড়ান তিনি। এই গোলটি দেখামাত্রই সবার মনে পড়ে যায় ক্লাবের কিংবদন্তি খেলোয়াড় মেসির কথা।
ম্যাচের ৪৭ মিনিটে বার্সেলোনার হয়ে ব্যবধান বাড়ান ড্যানি ওলমো। চতুর্থ গোলটি করেন পেদ্রি ম্যাচের ৬৪ মিনিটে। জিরোনার স্টুয়ানি ৮০ মিনিটে একটি গোল পরিশোধ করলেও তার অনেকক্ষণ আগেই ম্যাচের ফলাফল করে দিয়েছিলেন কাতালানদের তরুণ খেলোয়াড়েরা।
ইতিমধ্যেই লামিনে ইয়ামল লা লিগার চারটি ম্যাচে তিনটি গোল এবং চারটি অ্যাসিস্ট করে ফেলেছেন। স্বভাবত তাঁকে নিয়ে যথেষ্ট আশাবাদী বার্সেলোনার নতুন কোচ হান্সি ফ্লিকও। তাঁর পা থেকে আরও গোল দেখতে মুখিয়ে থাকবেন সারা বিশ্ব তথা বার্সেলোনা সমর্থকেরা।
-
আইএসএল9 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট11 months ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল10 months ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল9 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল12 months ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল10 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি