ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনল মোহনবাগান
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ইস্টবেঙ্গলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করল মোহনবাগান। শনিবার অনূর্ধ্ব ১৭ যুব লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। ৪-০ গোলে বড় ম্যাচ ইস্টবেঙ্গলের দখলে গেলেও ম্যাচ শেষে লাল হলুদ ব্রিগেডের বিরুদ্ধে অভিযোগ আনেন মোহনবাগান যুব দলের কোচ বাস্তব রায়। তিনি বলেন বেশ কিছু ইস্টবেঙ্গল ফুটবলারের বয়স নিয়ে তার যথেষ্ট সন্দেহ রয়েছে। ফেডারেশনের নিয়ম অনুযায়ী অনূর্ধ্ব ১৭ লিগে ১৭ বছ্রের উর্ধে কোন ফুটবলারকে খেলানো যাবে না। কিন্তু সূত্র মারফত যা জানা যাচ্ছে প্রায় ৬ জন ফুটবলারের বয়স ১৭ এর বেশি। যার মধ্যে দুজন ফুটবলারের বয়স সম্পর্কিত সমস্ত নথি জমা দিয়ে ফেডারেশনের কাছে অভিযোগ জানিয়েছে মোহনবাগান।
সূত্র মারফত এটাও জানা যাচ্ছে, লাল হলুদ যুব দলের এক ফুটবলারের নকল আধার কার্ড বানিয়ে তাকে খেলানো হয়েছে। মোহনবাগান ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে ২০১৭-১৮ অনূর্ধ্ব ১৩ লিগে এই ফুটবলার মোহনবাগানের হয়ে খেলেছিল। শুধু তাই নয় কলকাতা লিগেও অন্যান্য ক্লাবের হয়ে অংশ নিয়েছে সে। এখন তাকে নতুন করে রেজিষ্ট্রেশন করানোর জন্য তার নামে নকল করে নথি বানানো হয়েছে। আগে যে প্রতিযোগিতায় খেলেছিল অন্য ক্লাবের হয়ে সেখানে তার বয়স ছিল ২০। সেই নথীর সাথে বর্তমান নথিতে তার নামের কোন মিল নেই। তার আধার কার্ডে বাবা-মায়ের নাম এক থাকলেও তার নাম আলাদা। এই সমস্ত নথি যোগার করে ইস্টবেঙ্গল ক্লাবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মোহনবাগান।
মোহনবাগানের দাবি বেশি বয়সের ফুটবলার খেলানোর অপরাধে ইস্টবেঙ্গলকে যেন অনূর্ধ্ব ১৭ যুব লিগ থেকে বহিষ্কার করা হয়। অভিযুক্ত দুই ফুটবলারের বয়সজনিত সমস্ত নথি জমা দিয়েছে মোহনবাগান, বাকি চার ফুটবলারের নথিপত্র জোগার করে সেগুলিও জমা দেওয়া হবে বলেই জানা যাচ্ছে। এখন প্রশ্ন হল ইস্টবেঙ্গএর বিরুদ্ধে এই অভিযোগ সত্য প্রমাণিত হলে শাস্তিস্বরূপ কি অপেক্ষা করে আছে তাদের জন্য?