ফুটবল

বসুন্ধরা কিংসের ডেরায় গিয়েও তিন পয়েন্ট চাইছে মোহনবাগান

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: এএফসি কাপের গ্রুপ স্টেজের গ্রুপ ‘ডি’-এর দুই শক্তিশালী প্রতিপক্ষ মোহনবাগান এবং বসুন্ধরা কিংস। দুই দলই পরবর্তী রাউন্ডে পৌঁছানর লক্ষ্যে প্রবলভাবে লড়াই করছে। ভারতে খেলতে এসে মোহনবাগানকে আটকে দিয়েছিল অস্কার ব্রুজোনের দল। ওড়িশার মাটিতে ২-২ গোলে অমীমাংসিত ভাবেই ম্যাচ শেষ হয়। এই মুহুর্তে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে জুয়ান ফেরান্দোর দল। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে চার পয়েন্টে রয়েছে বসুন্ধরা কিংস। তাই আজকের ম্যাচ মোহনবাগান জিততে পারলেই পরের রাউন্ডের টিকিট কার্যত নিশ্চিত করে ফেলবেন তারা।

এই গ্রুপের অন্য দুটি দল অনেকটাই পিছিয়ে রয়েছে। তিন ম্যাচে ওড়িশার সংগ্রহ তিন পয়েন্ট। সমসংখ্যক পয়েন্ট নিয়ে গ্রুপের লাস্ট বয় মাজিয়া এসয়ারসি। শেষ তিনটা সাক্ষাতে সমানে সমানে টক্কর হয়েছে মোহনবাগান এবং বসুন্ধরা কিংসের মধ্যে। শেষ তিন ম্যাচের মধ্যে মোহনবাগান জিতেছে একটি ম্যাচে, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। আজ ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ টায় বসুন্ধরা কিংস এরিনায় নামবে মেরিনার্সরা। আশা করা যায় আজ জুয়ান ফেরান্দো তার সেরা একাদশকেই মাঠে নামাবেন। যদিও আলোয় আলির অনুপস্থিতি চিন্তায় রাখছে মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে। গত ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে সবুজ মেরুন রক্ষণ বেশ চাপে ছিল।

তাই আজ বসুন্ধরা কিংসের শক্তিশালী আক্রমণের সামনে বড় চ্যালেঞ্জ মোহনবাগান ডিফেন্স ওয়ালের কাছে। সবুজ মেরুন জনতার জন্য সবচেয়ে ভালো খবর হল দূরন্ত ছন্দে রয়েছেন জেসন কামিন্স এবং দিমিত্রি পেত্রাতস। শেষ ম্যাচে গোল পেয়েছেন আর্মান্দো সাদিকু। আগের ম্যাচে কামিন্স এবং হুগো মাঠে না নামলেও আশা করা যায় আজ তাদের সবুজ মেরুন জার্সিতে দেখা যাবে। এএফসি কাপের ম্যাচে ছয় বিদেশি খেলানোর সুযোগ রয়েছে। সুতরাং বাগান কোচ চাইবেন ভেবে চিনতে নিজের সেরা অস্ত্র গুলো ব্যবহার করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version