Connect with us

ফুটবল

Super Cup: জয়ের সরণীতে ফিরল মোহনবাগান

Published

on

সৌমজিৎ দে, ভুবনেশ্বর: ম্যাচ শেষে সাদিকু, কামিন্স, দিমিত্রিদের হাসিমুখ গুলো দেখলে বোঝাই যাচ্ছিল এই জয় তাদের কতটা তৃপ্তি দিয়েছে। ধারে ভারে এগিয়ে থাকা দল হঠাৎ মুখ থুবড়ে পড়লে যে কি হয় তার প্রকৃত নিদর্শন এবারের মোহনবাগান। আইএসএলে পরপর তিন ম্যাচ হেরে একেবারে দিশেহারা হয়ে গিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। শুধু প্রয়োজন ছিল একটা জয়। আর সেটাই করে দেখালেন ক্লিফোর্ড মিরান্ডা। কোচ বদল হওয়ার পর এখনও দলের সাথে যোগ দেননি হাবাস। তাই ক্লিফোর্ড মিরান্ডার তত্ত্বাবধানেই সুপার কাপ অভিযান শুরু করল মোহনবাগান। প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকানকে ২-১ গোলে হারিয়ে জয়ের সরণীতে ফিরল সবুজ-মেরুন ব্রিগেড।

প্রথমেই ২৮ মিনিটের মাথায় উইলিয়াম ওলিভিয়েরার গোলে পিছিয়ে পড়ে মোহনবাগান। সুমিত রাঠির ভুল থেকে পেনাল্টি পেয়ে যায় শ্রীনিধি ডেকান। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি অভিজ্ঞ ব্রাজিলিয়ান। তবে মাত্র দশ মিনিটের ব্যবধানে কামিন্সের গোলে সমতায় ফেরে মোহনবাগান। কামিন্সের গোলের পিছনে সম্পূর্ণ কৃতিত্ব অভিষেকের। অভিষেক সূর্যবংশীর দূরপাল্লার শট ক্রস বারে লেগে গোল লাইনের সামান্য বাইরে থেকে ফিরে আসে। ফিরতি বলে শট নিয়ে বল জালে জড়িয়ে দেন কামিন্স। দ্বিতীয়ার্ধে মোহনবাগানের হয়ে জয়সূচক গোলটি করেন আর্মান্দো সাদিকু। ডান প্রান্ত থেকে আশীষ রাইয়ের বাড়ানো গোলের ঠিকানা লেখা সেন্টার থেকে পা ছুঁইয়ে কাজের কাজটা করেন সাদিকু। এরপরেও বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েছিলেন তিনি। ম্যাচের শেষ নয় মিনিট দশ জনে হয়ে যায় মোহনবাগান। তবুও পুরো পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল সবুজ-মেরুন ব্রিগেড।

ফুটবল

EXCLUSIVE: বন্দোদকর গোল্ড ট্রফি খেলতে ভারতে আসছে পার্থ গ্লোরি

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: দীর্ঘদিন পর আবারও ফিরতে চলেছে ঐতিহ্যশালী বন্দোদকর গোল্ড কাপ বা ভাউসাহেব বন্দোদকর মেমোরিয়াল ট্রফি। ৫৪ বছরের এই পুরনো প্রতিযোগিতার সঙ্গে জড়িয়ে আছে ভারতীয় ফুটবলের বহু ইতিহাস। বন্দোদকর গোল্ড ট্রফি হল গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত প্রথম বড় টুর্নামেন্ট, যা তৎকালীন মুখ্যমন্ত্রী দয়ানন্দ বন্দোদকরের সহায়তা শুরু হয়েছিল। ১২ বছর চলার পর ১৯৯২ সালে বন্ধ হয়ে যায় এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল ছিল ডেম্পো স্পোর্টস ক্লাব। আট বার তারা এই প্রতিযোগিতা জিতেছে।

শেষ বার ১৯৯২ সালে বন্দোদকর গোল্ড ট্রফি জেতে সালগাওকার এফসি। এরপর ২৪ বছর বন্ধ থাকার পর ২০১৬ সালে পুনরায় এই টুর্নামেন্ট চালু করা হয়। সেই বছর আমন্ত্রণ ভিত্তিক অনূর্ধ্ব-২১ দলের প্রতিযোগিতা হিসাবে আয়োজন করা হয়েছিল বন্দোদকর গোল্ড ট্রফি। তারপর আবার বন্ধ হয়ে যায় ঐতিহ্যশালী এই প্রতিযোগিতা। ২০২৪ সালে গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের তৎপরতায় আবার চালু হতে চলেছে বন্দোদকর গোল্ড কাপ।

এফসি গোয়া এবং ওড়িশা এফসির মত দল এবারের প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে। আইএসএলের আগে মূলত প্রাক মতশুম প্রস্তুতির জন্যই এই প্রতিযোগিতা খেলতে আগ্রহী ওড়িশা এফসি। এছাড়াও শোনা যাচ্ছে অস্ট্রেলিয়া এ লিগে খেলা পার্থ গ্লোরির মত দলও অংশ নিতে পারে এবারের বন্দোদকর গোল্ড কাপে। বলাই যায় ভারতীয় ফুটবলে ফিরতে চলেছে আরও একটা ঐতিহ্যশালী প্রতিযোগিতা।

Continue Reading

ইস্টবেঙ্গল

বেজে গেল ডুরান্ড কাপের দামামা

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: অলিম্পিক্সের আবহেই শুরু হচ্ছে ডুরান্ড কাপ, আসন্ন মরশুমের প্রথম সর্বভারতীয় টুর্নামেন্ট ডুরান্ড কাপ শুরু হবে ২৭ জুলাই এবং চলবে ৩১ অগাস্ট পর্যন্ত। বৃহস্পতিবার ডুরান্ড কমিটির পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ডার্বি সহ তিন প্রধানের সব ম্যাচের টিকিট বন্টন নিয়ে বিস্তারিত ঘোষণা হল। ১৮ অগাস্ট ডুরান্ড কাপের ডার্বি। ইস্ট-মোহনের ডার্বি ম্যাচে দুই ক্লাবকে ৫ হাজার করে টিকিট দেওয়া হবে। পাশপাশি আইএফএকে দেওয়া হবে ১২০০ টিকিট। ডার্বি ছাড়াও যুবভারতীতে তিন প্রধানের খেলা থাকেলই একই সংখ্যক টিকিট বন্টন করা হবে। ২৭ জুলাই উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান। অন্যদিকে, ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে নামবে ২৯ জুলাই।

Continue Reading

ফুটবল

তিন সহকারী নিয়ে শহরে আসছেন মোলিনা

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: আসন্ন মরশুমের জন্য মোহনবাগান দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে স্প্যানিশ কোচ মোলিনার হাতে। আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসের দিন নিজেদের মাঠে অনুশীলন শুরু করবে সবুজ-মেরুন ব্রিগেড। বৃহস্পতিবার মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল তিন সহকারীকে নিয়ে ভারতে আসছেন মোলিনা। শেষ বিশ্বকাপে স্পেনের জাতীয় দলের স্পোর্টস ডিরেক্টর ছিলেন তিনি।

আসন্ন মরশুমের জন্য নিজের তিন সহকারীকে বেছেও নিয়েছেন ইতিমধ্যে। মোলিনার সঙ্গে বিদেশি সহকারী কোচ থাকবেন সার্বিয়ার ইগর তাসেভেস্কি। ভারতীয় সহকারী কোচ হিসাবে কাজ করবেন বাস্তব রায়। এর আগেও মোলিনা যখন ভারতে এটিকের হয়ে কোচিং করিয়েছিলেন, তখন তাঁর সহকারী ছিলেন বাস্তব রায়। মোলিনার দলে গোলকিপার কোচ হয়ে আসছেন স্প্যানিশ কোচ ফ্রান্সিসকো মার্টিনেজ নিওন। এছাড়াও ফিটনেস কোচ হলেন সের্জিও গার্সিয়া, দলের চিকিৎসক নেলসন পিন্টো, ফিজিও হিসাবে থাকবেন অভিনন্দন চ্যাটার্জি এবং কিংশুক ভুঁইয়া এবং টিম ম্যানেজার অভিষেক ভট্টাচার্য।

Continue Reading

Trending