ফুটবল
লখনউ সুপার জায়ান্টসের হাত ধরে আইপিএলের মঞ্চে মোহনবাগান…
কলকাতা: এবারে আইপিএলের মঞ্চে মোহনবাগান। ইতিহাসে এমন প্রথম হতে চলেছে যে একটি ভারতীয় ফুটবল ক্লাবের জার্সি পরে মাঠে নামতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একটি দল। শনিবার ইডেন গার্ডেনসে আইপিএলের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জয়ান্টস। সেই ম্যাচেই মোহনবাগানের ঐতিহ্যশালী সবুজ মেরুন জার্সি পড়ে মাঠে নামবে লখনউ এর দলটি। প্রসঙ্গত লখনউ সুপার জায়ান্টস এবং মোহনবাগান দুই দলেরই কর্ণধার সঞ্জীব গোয়েনকা। শতাব্দী প্রাচীন মোহনবাগানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত সঞ্জীব বাবুর। এর আগে বুধবার জানিয়ে দেওয়া হয়েছে যে, ১ জুন থেকে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করবে মোহনবাগান সুপার জায়ান্টস।
বৃহস্পতিবার কলকাতায় সেই জার্সি উন্মোচন করলেন লখনউ সুপার জায়ান্টস কর্তৃপক্ষ। আগেই ঠিক ছিল, ইডেনে কলকাতার বিরুদ্ধে এই জার্সি পরে মাঠে নামবে লখনউ। সেই জার্সিরই আনুষ্ঠানিক উদ্বোধন করল লখনউ টিম। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লখনউ দলের অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া এবং নিকোলাস পুরান।