ফুটবল

তীব্র দাবদাহে আসানসোলে ট্রাফিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ার্সদের পাশে দাঁড়ালেন একদল মোহনবাগান সমর্থক…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: এপ্রিল মাস পড়ার পর থেকেই গোটা পশ্চিমবঙ্গে জুড়ে ধীরে ধীরে তাপমাত্রা বেড়েছে আর এপ্রিল মাসের শেষে এসে গোটা রাজ্য জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা ৪০*র উপরে পৌঁছে গেছে। এমন অবস্থায় চিকিৎসকরা সকলকে পরামর্শ দিচ্ছেন যে প্রয়োজন ছাড়া সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত তারা যেন রাস্তায় না বেরোন কারণ এই সময় হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বাড়ছে।

এমনই তীব্র তাপদাহে চলছে আসানসোলে। বর্তমানে সেখানে তাপমাত্রা ৪২° – ৪৩°ওঠানামা করছে। এমনই অবস্থায় মোহনবাগানের এক ফ্যান ক্লাব ‘আসানসোল মেরিনার্স’ রাস্তায় থাকা ট্রাফিক পুলিশ এবং সিভিক পুলিশদের জন্য এক বিশেষ উদ্যোগ নেয়। ২৪ এপ্রিল অর্থাৎ রবিবার এই ফ্যান ক্লাবের তরফ থেকে আসানসোলের কালি পাহাড়ি ব্রিজ মোড় থেকে ভগৎ সিং মোড় পর্যন্ত সমস্ত সিভিক ভলেন্টিয়ার্স এবং ট্রাফিক পুলিশ কর্মীদের তারা প্যাকেজ পানীয় জল, অরেঞ্জ জুস, গ্লুকোজের প্যাকেট, তোয়ালে, ওআরএস, চকলেট বোর্নভিটার প্যাকেট সমস্ত কিছুই দেওয়া হয়। এই তীব্র গরমে এই জিনিসগুলি পেয়ে খুশি হয়েছেন সাধারণ মানুষের জন্য পরিষেবা দেওয়া ট্রাফিক পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার্সরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version