আইএসএল
ISL 2024/25: মুম্বই বধের অনুশীলনে মোহনবাগান…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ২০২৪/২৫ আইএসএল। প্রথম ম্যাচেই গতবারের আইএসএল লিগ শিল্ড জয়ী মোহনবাগান মুখোমুখি হবে শক্তিশালী মুম্বাই সিটি এফসির। তারই জন্য জোর কদমে চলছে মোহনবাগানের অনুশীলন।
সোমবার দর্শকদের জন্য উন্মুক্ত ছিল মোহনবাগান অনুশীলন। লিস্টন, মনবীর, আপুইয়ারা সহ সাত ফুটবলার জাতীয় দলে থাকায় তাঁদের ছাড়া বাকি দল নিয়েই পুরোদমে অনুশীলন করালেন মোহনবাগান হেড কোচ মোলিনা। অনুশীলনে শুরুতে খেলোয়াড়দের শারীরিক অনুশীলন করানো হয এদিন, কারণ লম্বা লিগে নিজেদের ফিট রাখাটা খুবই প্রয়োজন। তারপর বল পায়ে অনুশীলনে নামে গোটা দল। যদিও অস্ট্রেলিয়ান মহাতারকা জেমি ম্যাকলারেকে দেখা যায় বেশিরভাগ ফিজিওর সঙ্গে সময় কাটাতে। বল পায়ে কিছুক্ষণ অনুশীলন করলেও সদ্য চোট থেকে ফেরা জেমিকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইছেন না মোলিনা।
অপরদিকে মোলিনাকে দেখা যায় দুটি দলে ভাগ করে মোহনবাগানকে পজেশেনাল ফুটবল খেলাতে। গ্রেগ ষ্টুয়ার্ট এবং দিমি পেত্রাতোস দুজনকে আলাদা দলে রেখে শুরু হয় অনুশীলন। দুজনেই অনুশীলনে দুরন্ত গোল করেন। অন্যদিকে গ্লেন মার্টিন একটি দূরপাল্লা শটে সুন্দর গোল করেন। এর থেকে বোঝাই যাচ্ছে সদ্য ডুরান্ড কাপের রানারআপ মোহনবাগান দল নিজেদের আরও শক্তিশালী করে নিচ্ছে আইএসএলে ভালো ফল করার জন্য।