আইএসএল
ISL 2024/25: এখনও জয় অধরা মহামেডানের…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আবারও শেষ মুহূর্তের গোলে জয় অধরা থাকল মহামেডান স্পোর্টিংয়ের। ম্যাচে এগিয়ে গিয়েও শেষ মুহূর্তে আর্মান্দো সাদিকুর গোলে সমতায় ফেরে এফসি গোয়া। ১-১ করে ড্র হয় ম্যাচ।
প্রথম থেকে দুই দলের কাছেই ম্যাচটা জেতাটা খুবই জরুরি ছিল, কারণ গোয়া এবং মহামেডান দুদলকেই তাদের প্রথম ম্যাচ হারতে হয়েছে। তবে সুবিধে বেশি ছিল সাদা-কালো ব্রিগেডের কারণ তারা ঘরের মাঠে সমর্থকদের সামনে মাঠে নেমেছিল। প্রথমার্ধ থেকেই যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে মহামেডান স্পোর্টিং। তাদের রুখতে বাধ্য হয়ে ফাউল করতে হচ্ছিল এফসি গোয়াকে। মোট সাতটি হলুদ কার্ডের মধ্যে পাঁচটি হলুদ কার্ড দেখেন এফসি গোয়ার খেলোয়াড়রা। প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্য অবস্থায়।
দ্বিতীয়ার্ধে তিনটি পরিবর্তন আনেন গোয়ার কোচ মানালো মারকুয়েজ। আকাশ সংওয়ান, সেরিটন এবং রাওলিনের জায়গায় তিনি মাঠে নামান আয়ুষ ছেত্রী, ব্রিসন এবং নিম দর্জিকে। তবুও কাজের কাজ তাঁরা করতে পারছিলনা। ম্যাচের ৬৪ মিনিটে পেনাল্টি পায় মহামেডান। পেনাল্টি থেকে আলেক্সিস গোমেজের করা গোলে এগিয়ে যায় সাদা-কালো ব্রিগেড। সমর্থকেরা অধির আগ্রহে অপেক্ষা করেছিল তাদের প্রিয় দলের আইএসএলে প্রথম জয় দেখবে বলে। কিন্তু, আবারও সেই সংযোজিত সময়ে আর্মান্দো সাদিকুর গোলে স্বপ্ন ভঙ্গ হয় মহামেডান স্পোটিংয়ের। ম্যাচ শেষ হয় ১-১ গোলে। ভাল ফুটবল খেলেও শেষ মুহূর্তের গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া হল না ব্ল্যাক প্যান্থারদের।