আইএসএল
ISL 2024/25: ঘরের মাঠে গোলের মালা পড়ল মহামেডান
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আই লিগ জিতে, এবছরই আইএসএলে এসেছে বাংলার আরেক দল মহামেডান স্পোর্টিং। আসার পর শুরুটা খারাপ না করলেও, যত লিগ গড়াচ্ছে, ততই ছন্দ হারাচ্ছে সাদা-কালো ব্রিগেড। বলা যায় যে আই লিগ এবং আইএসএলের মধ্যেকার বিস্তর ফারাক বুঝতে পারছেন আন্দ্রে চেরনিশভের ছেলেরা। যার ফলে শনিবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ঘরের মাঠে ০-৪ গোলে পরাস্ত হয় মহামেডান।
এদিন ম্যাচের শুরু থেকেই নিরন্তর আক্রমণ চালায় হায়দরাবাদ ফুটবলাররা। অপরদিকে রক্ষণের অন্যতম স্তম্ভ জোসেফ আর্যারে না থাকা ভাবাচ্ছিল মহামেডান দলকে। যার ফলে ম্যাচের ৪ মিনিটে, গোলরক্ষক এবং নতুন ডিফেন্ডার ওগিয়েরের ভুল বোঝাবুঝিতেই গোল হজম করল মহামেডান। গোলরক্ষক পদম ছেত্রীর দিকে ব্যাক পাস করলেন ওগিয়ের এবং সেটা ক্লিয়ার করতে না পারায় গোল করে যান হায়দরাবাদের ফরোয়ার্ড অ্যালেন পাউলিস্তা। আবার ম্যাচের ১২ মিনিটে স্টেফান সেপিচের গোলে ব্যবধান বাড়ায় নিজামসরা। ম্যাচের ১৫ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে ফেলেন অ্যালেন পাউলিস্তা। যার ফলে প্রথমার্ধে ০-৩ গোলে পিছিয়ে থেকে আন্দ্রে চেরনিশভের দল।
দ্বিতীয়ার্ধের খেলাতেও খুব বেশি পরিবর্তন হয়নি সাদা-কালো ব্রিগেডের। তবে হায়দরাবাদ যথেষ্ট দাপটের সঙ্গেই শুরু করেছিল দ্বিতীয়ার্ধ। যদিও বেশ কয়েকবার আক্রমণে উঠে আসছিলেন আলেক্সিস, ফ্র্যাংকারা কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিলনা। অপরদিকে ৫১ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁক খাওয়ান শটে আরও একটি গোল করে ব্যবধান ০-৪ করে দিলেন পরাগ শ্রীনিবাস। পরের মিনিটেই মানজোকির একটি শট পোস্টে লেগে প্রতিহত হয়। তার পরেও বেশ কয়েকবার আক্রমণে উঠে এলেও গোল তুলে আনতে পারেননি সাদা-কালো ফুটবলাররা যার ফলে ঘরের মাঠে হায়দরাবাদ এফসির কাছে গোলের মালা পড়তে হয় মহামেডান স্পোর্টিংকে।