আইএসএল
ISL 2024/25: কাদিরির পরিবর্তে নতুন ডিফেন্ডার এল মহামেডানে
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএসএল ২০২৪-২৫ মরশুমে প্রথমবারের জন্য খেলতে নেমেছে বাংলার আরেক প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম বছরেই বেশ ভাল ফুটবল উপহার দিচ্ছে সাদা-কালো ব্রিগেড। কিন্তু মরশুমের শুরুতেই চোটের জন্য ছিটকে যান তাদের রক্ষণের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় কাদিরি। ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাওয়ার কারণে খেলোয়াড় সই করাতে অসুবিধে হচ্ছিল সাদা-কালো ম্যানেজমেন্টের। তবে অবশেষে ফরাসি ডিফেন্ডার ফ্লোরেণ্ট ওগিয়ারকে সই করাল মহামেডান।
২১ বছর বয়সী এই ফরাসি ডিফেন্ডার চলতি মরশুমে খেলবেন মহামেডান স্পোর্টিংয়ে। ইতিমধ্যেই চোটের জন্য মরশুম থেকে ছিটকে গিয়েছেন কাদিরি। তারই পরিবর্ত হিসেবে দলে এসেছেন ফ্লোরেন্ট। তিনি তাঁর জীবনের বেশিরভাগ সময়টাই ফ্রান্সে কাটিয়েছেন। তাঁর ইউথ ক্যারিয়ার শুরু হয়েছিল ফ্রান্সের বিখ্যাত ক্লাব লিয়ন এফসি থেকে। এছাড়াও লীগ ১ এবং লীগ ২ এ অসংখ্য ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই ডিফেন্ডারের।
এছাড়াও ২০১৮ সাল থেকে ২০২৪ টানা ছয়টি মরশুম তিনি ছিলেন ফ্রান্সের ক্লারমন্ট ফুট ক্লাবে। সেই ক্লাবের হয়ে ১৭৭ টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার এবং এর পাশাপাশি ৮ টি গোলও করেছেন তিনি। এবারে দেখার মহামেডানে যোগদান করে তাদের রক্ষণকে কতটা নেতৃত্ব দিতে পারেন এই ফরাসি ডিফেন্ডার।