আইএসএল
ISL 2024/25: গোয়া ম্যাচে জয়ই লক্ষ্য মহামেডানের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শেষ মুহূর্তের গোলে প্রথম ম্যাচে ঘরের মাঠে নর্থইস্টের বিরুদ্ধে হার স্বীকার করতে হয়েছিল মহামেডানকে। ম্যাচ হারলেও, যথেষ্ট নজর কারা ফুটবল খেলেছে তারা। এবার, শনিবার দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যেই আবারও ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে নামবে সাদা-কালো ব্রিগেড। ঘরের মাঠে প্রথম পয়েন্ট অর্জনই লক্ষ্য হবে আন্দ্রে চেরনিশভের।
শুক্রবার যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে শেষ মুহূর্তের অনুশীলন সারল মহামেডান। বল পায়ে অনুশীলনে মূলত দেখা গেল পাসিং ফুটবল এবং সেট পিসের উপরেই বেশি জোর দিচ্ছেন হেড কোচ আন্দ্রে চেরনিশভ। বেশ কিছুক্ষণ ফিজিক্যাল ট্রেনিংও করতে দেখা গেল গোটা দলকে। মাত্র ৪৫ মিনিট অনুশীলন করলেন কাসিমভ, রেমসাঙ্গারা।
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে চেরনিশভ জানালেন, “প্রথম ম্যাচের হারটা সত্যিই হতাশার। তবে এটাও বুঝতে হবে আমরা প্রথমবারের জন্য আইএসএলের মঞ্চে খেলতে নেমেছি। তাই ভুল থেকে শিক্ষা নিয়েই আমরা এগিয়ে যাব এবং আগামীতে ভাল ফলের চেষ্টা করব।” প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট করার আরেক মূল কারণ হল অনেক গোলের সুযোগ নষ্ট করা। আক্রমণভাগের ফুটবলার অ্যালেক্সিস, মানজুকিরা অনেক সুযোগকে জালে জড়াতে পারেননি। তবে সেই বিষয়ে এখনই বেশি ভাবতে চাইছেন না চেরনিশভ। তিনি জানান, “সবাইকে মনে রাখতে হবে এটা আইএসএল। এখানে খেলার মান আমাদের আরও উন্নত করতে হবে এবং আরও বেশি পরিশ্রম করতে হবে।” এবারে দেখার এফসি গোয়াকে হারাতে কী পরিকল্পনা নিয়ে মাঠে নামে সাদা-কালো ব্রিগেড।