আন্তর্জাতিক ফুটবল

প্রত্যাবর্তনেই হ্যাটট্রিক লিওনেল মেসির

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দেশের জার্সি পরে আরও একবার জ্বলে উঠলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। হ্যাটট্রিক করার পাশাপাশিই গোলের বলও বাড়ালেন তিনি। তাছাড়াও গোল পেলেন মার্টিনেজ, আলভারেজ এবং আলমাডা। ফলে বলিভিয়াকে ৬-০ গোলে উড়িয়ে স্বস্তির মেজাজ এখন বিশ্বচ্যাম্পিয়নদের শিবিরে।

প্রায় এক বছর বাদে ঘরের মাঠে নিজের দেশের জার্সি গায়ে চাপিয়ে খেলতে নামেলেন মেসি এবং ফিরেই নিজের জাত চেনাতে ভুললেননা তিনি। সদ্য চোট সরিয়ে ফিরেই সমর্থকদের হ্যাটট্রিক উপহার দিলেন এলএম টেন। গোটা স্টেডিয়াম তখন ‘মেসি মেসি’ ধ্বনিতে মাতোয়ারা। এই ভালবাসা পেয়ে ম্যাচের পর সে কথা বলতেও দ্বিধাবোধ করলেন না তিনি। তিনি বলেন, “দেশের মাটিতে খেলতে সত্যিই খুব ভালো লাগে। এখানে অনেক মানুষের ভালোবাসা পাওয়া যায়। ওরা আমায় যেভাবে উৎসাহিত করে তাতে আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। এর ফলে আমরা দরুন উৎসাহ পাই”।

মঙ্গলবার রাতে, আর্জেন্টিনার এস্তাদিও মাস মনুমেন্টাল স্টেডিয়ামে, বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচে তাঁর দল মুখোমুখি হয়েছিল বলিভিয়ার। যেখানে আর্জেন্টাইন ফরোয়ার্ডদের রুখতে পায়ের ঘাম মাথায় উঠছিল বলিভিয়ার ফুটবলারদের। তবে ম্যাচ শেষে সেই একই প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয় মেসির দিকে। ২০২৬ বিশ্বকাপে কি দেশের হয়ে খেলবেন তিনি? সেই প্রশ্নের উত্তরে মেসি জানান, “মানুষের ভালোবাসা দেখে আজকাল আরও আবেগপ্রবণ হয়ে পরি। ভবিষ্যৎ নিয়ে এখনও কিছু নির্ধারণ করিনি আমি তবে এই ম্যাচগুলো হয়ত আমার জীবনের শেষের দিকের ম্যাচ”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version