আন্তর্জাতিক ফুটবল
নতুন বছরে মুখোমুখি মেসি-রোনাল্ডো, অপেক্ষায় ফুটবল দুনিয়া
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ফের মুখোমুখি হতে চলেছেন ফুটবলের দুই মহারথী। লিওনেল মেসির ইন্টারমিয়ামির মুখোমুখি হতে চলেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের। ইন্টারমিয়ামি প্রাক
মরসুম আন্তর্জাতিক ট্যুরে হতে চলেছে এই ম্যাচ, সোমবার এমনটাই জানানো হল ক্লাবের তরফে।
মেজর সকার লীগের ক্লাবের পক্ষ থেকে একটি অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়েছে “রিয়াধ কাপ উপলক্ষে ২০২৪ এ সৌদি আরবে খেলতে যাবে ক্লাব। এটি ক্লাবের প্রথম আন্তর্জাতিক সফর। রাউন্ড রবিন ফরম্যাটে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে তারা। এই দুটি ম্যাচ আল হিলাল এসএফসি এবং আল নাসের এফসির বিরুদ্ধে।”
২৯ শে জানুয়ারি প্রথম আল হিলালের বিরুদ্ধে ম্যাচ খেলবে ইন্টারমিয়ামি। এরপর ফেব্রুয়ারিতে আল নাসেরের বিরুদ্ধে নামবে তারা। দুটি ম্যাচই খেলা হবে রিয়াধের কিংডম অ্যারেনাতে। ইন্টারমিয়ামির মুখ্য অফিসারের পক্ষ থেকে এই সুযোগকে কাজে লাগানোর কথা বলা হয়েছে। তার মতে, “সৌদি আরবের নতুন ফ্যানদের সাথে যোগসূত্র স্থাপন করতে আমরা ভীষণভাবে উৎসাহী। আমার বিশ্বাস এরকম দুরন্ত ম্যাচ দেখার জন্য গোটা বিশ্বই মুখিয়ে আছে।”
নিজেদের ফুটবল জীবনে মোট ৩৫ বার মুখোমুখি হয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এবং পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এর মধ্যে মেসি জিতেছেন মোট ১৬ বার আর রোনাল্ডো ১০ বার। দুজনের মধ্যে মোট ড্র এর সংখ্যা নয়। সম্মুখ সমরে মেসির গোল সংখ্যা ২১ এবং অ্যাসিস্ট সংখ্যা ১২। অন্যদিকে রোনাল্ডোর গোল সংখ্যা কুড়ি এবং অ্যাসিস্ট একটি।