আন্তর্জাতিক ফুটবল

মিয়ামি ছাড়তে পারেন মেসি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আর এক মরশুম অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ডেভিড বেকহ্যামের দল ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তি রয়েছে লিয়োনেল মেসির। যা শোনা যাচ্ছে তাতে হয়ত আমেরিকায় আর এক মরসুম খেলবেন তিনি।

বিশ্বকাপ জেতার পরেই ২০২৩ সালে ইন্টার মায়ামিতে আড়াই বছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন মেসি। তবে যা শোনা যাচ্ছে, চুক্তি বাড়ানোর বিষয়ে এখনো মিয়ামির সঙ্গে কোন কথা বলেননি তিনি। যার ফলে আমেরিকা ছেড়ে তিনি ফিরে যেতে পারেন নিজের দেশ আর্জেন্টিনায়।

২০১৬ সালে একটি সাক্ষাৎকারে মেসি জানিয়েছিলেন যে তিনি আর্জেন্টিনায় ফিরতে চান। তবে দেশের পরিস্থিতি সেই মুহূর্তে ভাল না থাকায় সেই বিষয়ে চিন্তিত ছিলেন তিনি নিজেই। তার পরিবারের কথা ভেবে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন যে “আমার কাছে আমার পরিবারের সুরক্ষা আগে। আমার দেশের অবস্থা খুব একটা ভালো নয়।” তবে ২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরে, ফুটবলের হাত ধরে তার দেশের পরিস্থিতি বেশ কিছুটা বদলেছে। মেসি তার জীবন শুরু করেছিলেন তারই দেশের ক্লাব নিউওয়েল ওল্ড বয়েজে। হতো সেখানে খেলেই ফুটবল জীবন থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন তিনি। তবে সেই বিষয়ে এখন খোলসা করে জানাননি কিছুই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version