আন্তর্জাতিক ফুটবল
চোট সরিয়ে ফিরছেন মেসি
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কোপা আমেরিকার ফাইনালে চোট পেয়েছিলেন লিওনেল মেসি। এবার দীর্ঘ ২ মাস পর চোট সারিয়ে খেলার মাঠে ফিরছেন তিনি। শুক্রবার ইন্টার মিয়ামি দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিলেন আর্জেন্টিনার ফুটবল তারকা।
ইন্টার মিয়ামি দলের হেড কোচ টাটা মারিনো জানিয়েছেন মেজর লিগ সকারে তাদের পরবর্তী ম্যাচ থেকে পাওয়া যাবে মেসিকে। পরবর্তী খেলা তাদের ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে। বুধবারের অনুশীলনে মেসি উপস্থিত না থাকলেও ম্যাচে খেলতে তার কোনো অসুবিধা হবেনা বলেই জানাচ্ছেন কোচ। একটি সাক্ষাৎকারে কোচ টাটা মারিনো জানিয়েছেন “মেসি এখন সম্পূর্ণ সুস্থ আছেন। গতকাল তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং পরবর্তী ম্যাচ থেকে তাকে পাওয়া যাবে। আমরা খুশি যে মেসির মত খেলোয়াড়কে আমরা আবার দলে ফিরে পেতে চলেছি।”
ইন্টার মিয়ামি ইতিমধ্যেই ২৭ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিমুকুট জয়ের দৌড়ে রয়েছে। মেসি দলে ফেরায় সেই জয়ের দৌড়টা আরও সহজ হবে বলে মনে করছেন কোচ। একক দক্ষতা ও নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা মেসির রয়েছে তার ফলে মেজর লিগ সকারে আরও উন্নতি করতে পারবে ইন্টার মিয়ামি। পাশাপাশি সমর্থকরাও মুখিয়ে রয়েছেন মাঠে মেসির খেলা আবার দেখার জন্য। মেসিও চাইবেন দীর্ঘ ২ মাসের বিরতির পর দ্রুত মাঠে নেমে নিজের সেরা খেলাটা খেলতে।