আন্তর্জাতিক ফুটবল

ফের বিশ্বকাপ ফাইনালের সেলিব্রেশন মার্টিনেজের, সঙ্গী আরোও চার আর্জেন্টাইন ফুটবলার

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপের মঞ্চে অশ্লীল আচরণের জন্য বিতর্কের নাম জড়িয়ে ছিল এমিলিয়ানো মার্টিনেজের। গোল্ডেন গ্লাভস জেতার পরে আর্জেন্টিনার এই গোলকিপারকে শুনতে হয়েছিল নানা তির্যক মন্তব্য। কথাও দিয়েছিলেন আর এই ভঙ্গিতে উদযাপন করবেন না। কিন্তু সব কথাই কি আর রাখা যায়? হয়তো যায় না। অন্তত মার্টিনেজ পারেননি।

ফ্রান্সের বিরুদ্ধে কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ জিতে যখন গোল্ডেন গ্লাভস পুরস্কার নিতে মঞ্চে ওঠেন মার্টিনেজ, তখনই এই ঘটনার সূত্রপাত। টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কারটি নিয়ে কোমরের সামনের অংশে ধরে অদ্ভুত ভঙ্গিতে উদযাপন করেছিলেন আর্জেন্টিনার গোলকিপার। অনেকের চোখেই সেটা দৃষ্টিকটু মনে হয়েছিল। আবার অনেকেই বলেছিলেন বিশ্বসেরা হওয়ার পর আনন্দ যে বাঁধ মানবে না সেটাই তো স্বাভাবিক। সবমিলিয়ে বিতর্কের জালেই জড়িয়ে ছিলেন আর্জেন্টিনার গোলকিপার। একটি সাক্ষাৎকারে বলেছিলেন খোদ লিও মেসি তাকে বারণ করেছিলেন এই ধরনের কোনরকম উদযাপন করতে। কিন্তু অধিনায়কের কথাকেও বেমালুম পাত্তা না দিয়ে সেদিন নিজের সতীর্থদের জন্য সেই উদযাপন করেছিলেন তিনি। তবে কাউকে আঘাত করা তার লক্ষ্য ছিল না এমনটাও বলেছিলেন আর্জেন্টিনার গোলকিপার। পাশাপাশি জানিয়েছিলেন এই আচরণ আর কখনো করতে দেখা যাবে না তাকে। তবে কথা রাখতে পারেননি মার্টিনেজ। কিন্তু এবারে তার সাথে যোগ দিয়েছেন আরো চারজন। এরমান পেৎজেলা, গিদো রদ্রিগেজ, জেরোনিমো রুলি ও মার্কোস আকুনা। পাঁচজন একসাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি উঁচিয়ে ধরে একই ভঙ্গিতে সেই রাতের অনুকরণ করে আবারো উদযাপন করেন পানামার বিপক্ষে জয়ের পর। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সেই ভিডিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version