Connect with us

আইএসএল

রে স্পোর্টজের খবরে শিলমোহর! এসসি ইস্টবেঙ্গলের নতুন কোচ হলেন মারিও রিভেরা…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: রে স্পোর্টজের খবরে শিলমোহর পড়ল। গত বছরের ২৭শে ডিসেম্বর আমরাই প্রথম এক্সক্লুসিভ খবর করি যে, এলকো সাতোরি নয়, এসসি ইস্টবেঙ্গলের হেড কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন প্রাক্তন কোচ মারিও রিভেরা। আর ইংরেজির নতুন বছরের প্রথম দিন আইএসএলে নিজেদের বাকি মরশুমের জন্য মারিও রিভেরাকে হেড কোচ হিসেবে নিযুক্ত করল এসসি ইস্টবেঙ্গল। বছরের প্রথম দিনেই এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে এ কথা জানানো হয়।

প্রসঙ্গত কয়েকদিন আগেই দলের আগের হেড কোচ মনলো দিয়াজের সঙ্গে চুক্তি ছিন্ন করে এসসি ইস্টবেঙ্গল। এই মরশুমে আটটি ম্যাচ খেলে নেওয়ার পরেও দল একটিও ম্যাচ না জেতায় এমন সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তার জায়গায় দলের অন্তর্বর্তীকালীন কোচ করা হয় রেনেডি সিংকে।

দুই মরশুম আগে মারিও আই লিগে ইস্টবেঙ্গলকে দ্বিতীয় স্থানে টুর্নামেন্ট শেষ করতে সাহায্য করেন। মাত্র সাতটি ম্যাচে কোচিং করিয়ে দলকে এই স্থানে পৌঁছে দেন মারিও।

মারিওর এসসি ইস্টবেঙ্গল কোচ হওয়া নিয়ে দলের সিইও কলোনাল শিবাজী সমাদ্দার বলেন,”আমরা খুশি মারিও রিভেরাকে আমাদের দলের হেড কোচ হিসেবে নিযুক্ত করতে পেরে। ওর ভারতীয় ফুটবল সম্পর্কে ভাল ধারণা রয়েছে, আমরা আশা রাখি ওর অন্তর্ভুক্তি দলকে বাকি মরশুমে সাহায্য করবে।”

আইএসএল

ISL 2024/25: জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করল জামশেদপুর

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএসএলের রুদ্ধশ্বাস ম্যাচে এফসি গোয়াকে ২-১ গোলে হারাল জামশেদপুর এফসি। সাদিকুর গোলে গোয়া এগিয়ে গেলেও, ম্যাচের ৭৪ মিনিটে সিভেরিও এবং অন্তিম লগ্নে জর্ডান মারের গোলে জয় ছিনিয়ে নেয় জামশেদপুর।

এদিন প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করে মানোলো মারকুয়েজের দল। ম্যাচের ৪ মিনিটে একটা গোলমুখী জোড়ালো হেড মারেন মোহনবাগান থেকে আসা আর্মান্দো সাদিকু। দুর্দান্ত সেভ করেন জামশেদপুর গোলরক্ষক আলবিনো গোমজ। তারপর জামশেদপুর ডিফেন্সে ক্রমাগত আক্রমণ চালিয়ে যেতে থাকে গোয়া দল। তার ফলেই প্রথমার্ধের সংযোজিত সময় গোল পান সাদিকু। গোলরক্ষকের দোষেই গোল হজম করে জামশেদপুর। হাফ টাইমে ১-০ গোলে এগিয়েই সাজঘরে ফেরে গোয়া।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ শুরু করতে থাকে জামশেদপুর। ম্যাচের ৫৩ মিনিটে, জর্ডান মারের গলমুখী শট রুখে দেন কাট্টিমানি। এরপরে জাভি হার্নান্দেজের একটি প্রয়াসকেও রুখে দেন গোয়া গোলরক্ষক। এরপরেই ম্যাচের ৭৪ মিনিটে বক্সের ভেতরে ওডেই ওনাইন্ডিয়ার করা ফাউল থেকে পেনাল্টি পায় খালিদ জামিলের দল। পেনাল্টি থেকে সিভেরিও গোল করে সমতায় ফেরায় জামশেদপুরকে। এর পর ম্যাচের দ্বিতীয়র্ধারের সংযোজিত সময়ে, জর্ডান মারের বক্সের বাইরে থেকে নেওয়া দুরন্ত শটে পরাস্ত হন গোয়ার গোলরক্ষক কাট্টিমানি। ২-১ গোলে ম্যাচ জিতে যায় খালিদ জামিলের জামশেদপুর এফসি।

Continue Reading

আইএসএল

ISL 2024/25: আলাদিনের শেষ মুহূর্তের গোলে মহামেডানকে হারাল নর্থইস্ট

Published

on

সৌরভ মুখার্জী: সোমবার প্রথমবারের জন্য আইএসএল খেলতে নেমছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম ম্যাচকে ঘিরে সকাল থেকেই উত্তেজনা তুঙ্গে ছিল সাদা-কালো জনতার। টিকিটের চাহিদাও ছিল অনেক। নিজেদের প্রিয় দলকে প্রথমবারের জন্য আইএসএলের মঞ্চে খেলতে দেখার জন্য মাঠ ভরাতে মরিয়া ছিলেন সমর্থকেরা। গোটা ম্যাচে সমানে সমানে টক্কর দিয়েও, ম্যাচের একদম শেষ মুহূর্তে আলাদিন আজারীর গোলে ০-১ গোলে ম্যাচ হারতে হল মহামেডানকে।

সোমবার নিজেদের ঘরের মাঠে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে চাইছিল মহামেডান। আক্রমণ চালিয়ে যাচ্ছিল নর্থইস্টের খেলোয়াড়রাও। ম্যাচের ৯ মিনিটের মাথায় জিতিনের বাড়ানো বল থেকে প্রায় গোলের দরজা খুলে ফেলেছিলেন গুইলেরমো ফার্নান্দেজ। তারপর আস্তে আস্তে খেলায় ফিরতে থাকে সাদা-কালো ব্রিগেড। ম্যাচের ৪১ মিনিটে রেমসাঙ্গার হেড একটুর জন্য বাইরে চলে যায়। ফলে প্রথমার্ধের ফলাফল গোলশূন্যই থাকে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা বজায় রেখেছিল মহামেডান। তার মাঝেই আক্রমণ চালিয়ে যাচ্ছিল নর্থইস্টও। খেলার গতির বিপরীতে তারাও চাইছিল গোল তুলে নিতে। ৬৪ মিনিটে জিতিনের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর গোল করার সুযোগ পেলেও হাতছাড়া করে চেরনিশভের ছেলেরাও। তারই মাশুল দিতে হয় তাদের। সংযোজিত সময়ের খেলায় থোই সিংহের বাড়ানো ক্রস থেকে আলাদিন আজইরের করা গোলে জয় তুলে নেয় নর্থইস্ট ইউনাইটেড এফসি। তবে মহামেডান প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করলেও, তাদের লড়াইটা সমস্ত ফুটবল প্রেমীদের মন ছুঁয়ে গেছে এটা বলাই যায়। ২১ সেপ্টেম্বর আইএসএলের পরবর্তী ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হবে সাদা-কালো ব্রিগেড।

Continue Reading

আইএসএল

ISL 2024/25: উপভোগ্য ম্যাচে শেষ মুহূর্তে জয়ী পঞ্জাব

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কেরালা ব্লাস্টার্সের ঘরের মাঠে গিয়ে তাদের ২-১ ব্যবধানে হারিয়ে দারুনভাবে ইন্ডিয়ান সুপার লিগ অভিযান শুরু করল পঞ্জাব এফসি। প্রায় গোটা ম্যাচ গোলশূন্য থাকার পরে, একেবারে শেষ মুহূর্তের দুরন্ত লড়াইয়ের পরে শেষ পর্যন্ত জয় তুলে নেয় পঞ্জাব।

ম্যাচের ২৬ মিনিটের মাথায় কর্নার থেকে বল পেয়ে একেবারে ফাঁকা জায়গা থেকে বাইরে হেড মারেন পঞ্জাবের ফিলিপ। শুরু থেকে ঘরের মাঠে তেমন একটা প্রভাব ফেলতে পারছিল না কেরালা ব্লাস্টার্স। ৩৭ মিনিটের মাথায় একটা সহজ সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন কেরালার ফুটবলার আইমেন। ৪২ মিনিটে পঞ্জাব গোল পেয়ে গেলেও, অফসাইডের কারণে সেই গোল বাতিল করা হয়। প্রথমার্ধের ফলাফল থাকে ০-০।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পঞ্জাব এফসি। অপরদিকে বল নিজেদের অধীনে রাখতেই পারছিলেন না কেরালার ফুটবলাররা। পঞ্জাবের লুকা মাজেন নামার পরে তাদের আক্রমণ আরও ধারালো হয়। ম্যাচের ৮৬ মিনিটে লিয়ন অগাস্টিন কেরালা বক্সের ভেতর পেনাল্টি আদায় করে নেন। সেই পেনাল্টি থেকে লুকা মাজেন গোল করে পঞ্জাবকে ১-০ গোলে এগিয়ে দেন। কিছুক্ষণ পরেই প্রীতম কোটালের বাড়ানো বল থেকে জেসাস জিমিনেজ গোল করে কেরালাকে সময়তায় ফেরান। তবে কেরালার সেই আনন্দ বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি। আবার সেই লুকার বাড়ানো বল থেকে পঞ্জাবের হয়ে গোল করে যান ফিলিপ। ২-১ গোলে জয় পেয়ে মাঠ ছাড়ে পঞ্জাব।

Continue Reading

Trending